আর্থিক সহায়তার নেপথ্যে কারা, খতিয়ে দেখছে কানাডা
গত সপ্তাহে তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় ৫০০ উদ্বাস্তুকে কানাডায় প্রবেশে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ তদন্ত করে দেখছে দেশটির কর্তৃপক্ষ।
উত্তর আমেরিকার দেশ কানাডার জননিরাপত্তামন্ত্রী ভিক টোস স্থানীয় গণমাধ্যমকে জানান, তামিল ওই উদ্বাস্তুরা মালবাহী জাহাজ ‘সান সি’র কর্মকর্তাদের ভ্রমণ বাবদ জনপ্রতি ৪৮ হাজার ডলার করে দিয়েছে।
গত সোমবার গ্লোব ও মেইল পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, কানাডায় তামিল সম্প্রদায়ের তিন লাখ সদস্য আছে। তারাই ওই উদ্বাস্তুদের অনুপ্রবেশে আর্থিক সহায়তা দিতে পারে। তিনি বলেন, শ্রীলঙ্কার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) তাদের সংগঠনকে দীর্ঘ সমুদ্রযাত্রা পথে সংগঠিত করতে পারে। অর্থ লেনদেনে যারা জড়িত, তাদের প্রত্যেককে কানাডার রাজকীয় পুলিশ বাহিনী অবশ্যই খুঁজে বের করবে।
এদিকে কানাডার তামিল কংগ্রেসের মুখপাত্র ডেভিড পুপালাপিল্লাই বলেছেন, ওই উদ্বাস্তুরা এলটিটিইর সদস্য নয়। তিনি বলেন, টাইগার-অধ্যায় শেষ হয়ে গেছে।
উত্তর আমেরিকার দেশ কানাডার জননিরাপত্তামন্ত্রী ভিক টোস স্থানীয় গণমাধ্যমকে জানান, তামিল ওই উদ্বাস্তুরা মালবাহী জাহাজ ‘সান সি’র কর্মকর্তাদের ভ্রমণ বাবদ জনপ্রতি ৪৮ হাজার ডলার করে দিয়েছে।
গত সোমবার গ্লোব ও মেইল পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, কানাডায় তামিল সম্প্রদায়ের তিন লাখ সদস্য আছে। তারাই ওই উদ্বাস্তুদের অনুপ্রবেশে আর্থিক সহায়তা দিতে পারে। তিনি বলেন, শ্রীলঙ্কার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) তাদের সংগঠনকে দীর্ঘ সমুদ্রযাত্রা পথে সংগঠিত করতে পারে। অর্থ লেনদেনে যারা জড়িত, তাদের প্রত্যেককে কানাডার রাজকীয় পুলিশ বাহিনী অবশ্যই খুঁজে বের করবে।
এদিকে কানাডার তামিল কংগ্রেসের মুখপাত্র ডেভিড পুপালাপিল্লাই বলেছেন, ওই উদ্বাস্তুরা এলটিটিইর সদস্য নয়। তিনি বলেন, টাইগার-অধ্যায় শেষ হয়ে গেছে।
No comments