নামিবিয়ায় দ. আফ্রিকার দেশগুলোর বার্ষিক সম্মেলন শুরু
নামিবিয়ার রাজধানী উইন্ডহোয়েকে গতকাল সোমবার আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর সংগঠন সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) দুদিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ১৫টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এতে যোগ দিয়েছেন। ওই অঞ্চলে সংগঠনটি একটি রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে বলে যখন কঠোর সমালোচনা চলছে, তখন এই সম্মেলন শুরু হলো।
সম্মেলনে জিম্বাবুইয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন। দেশটির রাজনীতিতে এসএডিসির মধ্যস্থতার ব্যাপারে মূল ভূমিকা রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার। সে দেশে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও প্রধানমন্ত্রী মরগান চেঙ্গারাইয়ের ক্ষমতা ভাগাভাগি করে নেওয়া সরকারের অগ্রগতির ব্যাপারে তিনি ব্রিফ করবেন।
সম্মেলনে জিম্বাবুইয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন। দেশটির রাজনীতিতে এসএডিসির মধ্যস্থতার ব্যাপারে মূল ভূমিকা রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার। সে দেশে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও প্রধানমন্ত্রী মরগান চেঙ্গারাইয়ের ক্ষমতা ভাগাভাগি করে নেওয়া সরকারের অগ্রগতির ব্যাপারে তিনি ব্রিফ করবেন।
No comments