লেনদেনে চাঙা ভাব, সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৭১৯ পয়েন্টে
ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ সাধারণ সূচকের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। এর পাশাপাশি মোট লেনদেনেও ছিল চাঙা ভাব। আজ বেলা দেড়টায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ৮৬ দশমিক তিন ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৭১৯ পয়েন্টে। গতকাল মঙ্গলবার সাধারণ মূল্যসূচক বেড়েছিল ১০ দশমিক ৯৪ পয়েন্ট। এ ছাড়া আজ মোট দুই হাজার ১৭৭ কোটি টাকার লেনদেন হয়। যা গতকালের চেয়ে ২৫০ কোটি টাকা বেশি।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৭টি প্রতিষ্ঠানের, কমেছে ৯১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বিএসআরএম স্টিলস, তিতাস গ্যাস, বেক্সিমকো, সামিট পাওয়ার ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইস্টার্ন হাউজিং, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, হিল প্লান্টেশন ও বাংলাদেশ ল্যাম্পস।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—থেরাপিউটিকস, সোনালি আঁশ, ফাইন ফুডস, সাফকো স্পিনিং ও তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৭টি প্রতিষ্ঠানের, কমেছে ৯১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বিএসআরএম স্টিলস, তিতাস গ্যাস, বেক্সিমকো, সামিট পাওয়ার ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইস্টার্ন হাউজিং, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, হিল প্লান্টেশন ও বাংলাদেশ ল্যাম্পস।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—থেরাপিউটিকস, সোনালি আঁশ, ফাইন ফুডস, সাফকো স্পিনিং ও তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড।
No comments