ভারতে ৩০০ টন বিস্ফোরকবোঝাই ট্রাক উধাও
ভারতে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে ৩১টি ট্রাকে বোঝাই ৩০০ টন বিস্ফোরক। রাজস্থানের ঢোলপুরের সরকারি কারখানা ‘রাজস্থান এক্সপ্লোসিভ কেমিক্যালস লিমিটেড’ (আর ই সি এল) থেকে এই বিস্ফোরকবোঝাই ট্রাকগুলো মধ্যপ্রদেশের সাগর জেলার একটি বেসরকারি সংস্থা ‘গণেশ এক্সপ্লোসিভ’ কোম্পানিতে পাঠানো হয়েছিল।
কিন্তু পরে আর খোঁজ মেলেনি ওই বিস্ফোরকবোঝাই ট্রাকগুলোর।
আরইসিএলের মহাব্যবস্থাপক ওয়াই সি উপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, শুধু লাইসেন্স রয়েছে এমন সংস্থাকেই তারা এই বিস্ফোরক সরবরাহ করে। তাই সেই লক্ষ্যেই ওই কোম্পানির বৈধ ট্রাকেই পাঠানো হয়েছিল বিস্ফোরক। এরপর কারখানা ওইগুলো দিয়ে কী করে, তা আমাদের জানার কথা নয়।
জানা যায়, ওই কারখানাটি বন্ধ হয়ে গেছে গত মার্চ মাসে। ওই একই সময় কারখানার লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে যায়।
No comments