হিটেই বাদ মাহফিজরা
সর্বশেষ জাতীয় সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে হাতঘড়িতে ২৪.৮৯ সেকেন্ড সময় নিয়েছিলেন মাহফিজুর রহমান (সাগর)। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত যুব অলিম্পিকে বিকেএসপির তরুণ ইলেকট্রনিক্স বোর্ডে টাইমিং করেছেন ২৫.১২ সেকেন্ড। ৫০ জনের মধ্যে তাঁর অবস্থান ২০তম। তবে ৩ নম্বর হিটে আটজনের মধ্যে প্রথম হয়েছেন মাহফিজ।
৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে সাতজনের মধ্যে শেষে ছিলেন সোনিয়া আক্তার। ২৫ জনের মধ্যে হয়েছেন ২০তম। জুয়েল আহমেদ ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৪০ জনের মধ্যে হন ২৫তম।
৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে সাতজনের মধ্যে শেষে ছিলেন সোনিয়া আক্তার। ২৫ জনের মধ্যে হয়েছেন ২০তম। জুয়েল আহমেদ ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৪০ জনের মধ্যে হন ২৫তম।
No comments