ইন্দোনেশিয়ায় ধর্মীয় সহনশীলতা বজায় রাখার আহ্বান
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধইয়োনো দেশবাসীকে ধর্মীয় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। দেশটিতে খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর কট্টর মুসলমানদের আক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি এ আহ্বান জানান।
প্রেসিডেন্ট ইয়োধইয়োনো বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সত্যিকারের সহাবস্থানের চর্চা করতে হবে। একটি সুন্দর ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়তে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে। একই সঙ্গে একে অন্যের ধর্মচর্চার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার কয়েকটি এলাকায় খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুর ওপর কট্টরপন্থী মুসলমানেরা আক্রমণ করেছে বলে অভিযোগ ওঠে।
প্রেসিডেন্ট ইয়োধইয়োনো বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সত্যিকারের সহাবস্থানের চর্চা করতে হবে। একটি সুন্দর ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়তে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে। একই সঙ্গে একে অন্যের ধর্মচর্চার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার কয়েকটি এলাকায় খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুর ওপর কট্টরপন্থী মুসলমানেরা আক্রমণ করেছে বলে অভিযোগ ওঠে।
No comments