মোহামেডানে এসব কী হচ্ছে
মোহামেডানের আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদ থেকে দিন কয়েক আগে পদত্যাগ করেছেন মোসাদ্দেক আলী (ফালু)। আজ আহ্বায়ক কমিটির সভায় একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনীত হওয়ার কথা, যিনি নতুন নেতা হিসেবে ঐতিহ্যবাহী ক্লাবটির হাল ধরবেন। এ নিয়ে গোটা ক্লাবে চলছে নানা মেরুকরণ।
ঠিক এই সভার আগে কাল সন্ধ্যায় আহ্বায়ক কমিটির সদস্যসচিব লোকমান হোসেন ভুঁইয়া অভিযোগ করেছেন, ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কুতুবউদ্দিন আহমেদের (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব) বিরুদ্ধাচরণ না করতে মুঠোফোনে আমাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে দুবার। শফিকুল ইসলাম মানিককে মোহামেডানের কোচ না করলেও সমস্যা হবে বলে বলা হয়েছে মুঠোফোনে। এ ঘটনার পর মতিঝিল থানায় আমি জিডি করেছি।
ঠিক এই সভার আগে কাল সন্ধ্যায় আহ্বায়ক কমিটির সদস্যসচিব লোকমান হোসেন ভুঁইয়া অভিযোগ করেছেন, ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কুতুবউদ্দিন আহমেদের (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব) বিরুদ্ধাচরণ না করতে মুঠোফোনে আমাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে দুবার। শফিকুল ইসলাম মানিককে মোহামেডানের কোচ না করলেও সমস্যা হবে বলে বলা হয়েছে মুঠোফোনে। এ ঘটনার পর মতিঝিল থানায় আমি জিডি করেছি।
No comments