এভার্টের জন্য সম্মাননা
টেনিস কোর্টে প্রথম গ্ল্যামারের দেখা মিলেছিল তাঁর কল্যাণে। ছবিটি দেখুন, ৫৫ বছর বয়সী ক্রিস এভার্টের চোখ-মুখ থেকে এখনো ঠিকরে বেরোয় আভিজাত্য। টেনিসের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন সম্মাননা কম পাননি। এবার তাঁকে ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্ত করে সম্মানিত হলো রজার্স কাপ, আগে যেটির নাম ছিল কানাডা ওপেন। ১৮টি গ্র্যান্ড স্লাম, টানা ১৩ বছর কমপক্ষে একটি করে গ্র্যান্ড স্লাম জয়, একক ম্যাচ জয়ের শতকরা হারে পৃথিবীর যে কারও চেয়ে এগিয়ে; এমন অনেক কীর্তি কথা বলে তাঁর হয়ে। এমন অসাধারণ ক্যারিয়ারের মালিক ক্রিস এভার্ট টেনিসের যেকোনো সম্মাননাই পেতে পারেন—বিশেষ যুক্তি খোঁজার দরকার নেই। যে রজার্স কাপের ‘হল অব ফেমে’ ক্রিস এভার্টকে অন্তর্ভুক্ত করা হলো, সেটিতেও দারুণ রেকর্ড যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তির। এখানে যে চারটি শিরোপা জিতেছেন, প্রতিটি ফাইনাল জিতেছেন সরাসরি সেটে। ২০০৬ সালে রজার্স কাপের ‘হল অব ফেম’ চালুর বছরই অন্তর্ভুক্ত হয়েছিলেন এভার্টের ‘চির প্রতিদ্বন্দ্বী’ ও ঘনিষ্ঠ বন্ধু মার্টিনা নাভ্রাতিলোভা। এই শুভলগ্নে এভার্টকে তাই প্রিয় বন্ধুর স্মৃতিচারণাও করতে হলো।
No comments