পাকিস্তানে বিদেশি দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা
পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো হুঁশিয়ার করে দিয়ে বলেছে, রাজধানী ইসলামাবাদে অবস্থিত বিদেশি দূতাবাস ও শিয়া ধর্মীয় নেতাদের ওপর এবং রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলা হতে পারে। স্থানীয় জানদুল্লা তালেবান জঙ্গিগোষ্ঠী ও অন্যান্য নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী এই হামলার পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার পাকিস্তানের উর্দু ভাষার দৈনিক আজ কাল এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান এই হামলা পরিচালনার জন্য আবু আদিল মুজাহিদকে দায়িত্ব দিয়েছে। ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিণ্ডি, লাহোর, ওকারা ও করাচির মতো বড় বড় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক জনসভা, জেলা ও বিভাগীয় পুলিশ কার্যালয় এই জঙ্গি হামলার তালিকায় রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান এই হামলা পরিচালনার জন্য আবু আদিল মুজাহিদকে দায়িত্ব দিয়েছে। ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিণ্ডি, লাহোর, ওকারা ও করাচির মতো বড় বড় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক জনসভা, জেলা ও বিভাগীয় পুলিশ কার্যালয় এই জঙ্গি হামলার তালিকায় রয়েছে।
No comments