মহানগর স্কুল ফুটবল
মহানগর মহিলা স্কুল ফুটবলে কাল চারটি ম্যাচের মাত্র দুটিই ঠিকভাবে হয়েছে। বাকি দুই ম্যাচের একটিতে এক দল পেয়েছে ওয়াকওভার, নির্ধারিত আরেকটি ম্যাচ কালকের পরিবর্তে হবে আজ।
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিআইটির মধ্যকার ম্যাচটি হয়েছে ড্র। আরেক ম্যাচে জমিলা খাতুন লালবাগ গার্লস হাইস্কুলকে ৩-০ গোলে হারিয়েছে ভিকারুননিসা নূন স্কুল। ভিকারুননিসার গোল তিনটি করেছে মরিয়ম, হাবিবা ও নিনি।
স্যার জন উইলসন স্কুল আর সামারফিল্ড স্কুলের ম্যাচটিতে সামারফিল্ড ১১ জন খেলোয়াড়ই নামাতে পারেনি। তাই উইলসন স্কুলকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। রাজধানী হাইস্কুল ও গ্রীন হেরাল্ডের ম্যাচটি কাল হওয়ার কথা।
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিআইটির মধ্যকার ম্যাচটি হয়েছে ড্র। আরেক ম্যাচে জমিলা খাতুন লালবাগ গার্লস হাইস্কুলকে ৩-০ গোলে হারিয়েছে ভিকারুননিসা নূন স্কুল। ভিকারুননিসার গোল তিনটি করেছে মরিয়ম, হাবিবা ও নিনি।
স্যার জন উইলসন স্কুল আর সামারফিল্ড স্কুলের ম্যাচটিতে সামারফিল্ড ১১ জন খেলোয়াড়ই নামাতে পারেনি। তাই উইলসন স্কুলকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। রাজধানী হাইস্কুল ও গ্রীন হেরাল্ডের ম্যাচটি কাল হওয়ার কথা।
No comments