২১ মে থেকে হকি লিগ
চলতি ক্লাব কাপ হকি শেষেই শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। কিন্তু সেটি হচ্ছে না। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রিমিয়ার লিগ শুরু হবে ২১ মে থেকে। এর ফলে লিগে খেলার জন্য খেলোয়াড়দের অপেক্ষা আর বাড়ল। কেননা, গত বছর লিগই হয়নি। সময় পেছানোর কারণ, এশিয়ান গেমসের বাছাইপর্ব।
এশিয়ান গেমসের বাছাইপর্ব আগামী ৭ থেকে ১৬ মে পর্যন্ত হবে ঢাকাতেই। আর সে জন্যই পেছানো হলো প্রিমিয়ার লিগ। গতকাল সভা শেষে হকি ফেডারেশনের এক কর্মকর্তা বললেন, শুরুর পর কোনো বিরতি ছাড়াই চলবে প্রিমিয়ার লিগ।
ওদিকে ক্লাব কাপে গতকাল ‘ছোট’ দুই দলের খেলায় ওয়ারী ২-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে।
এশিয়ান গেমসের বাছাইপর্ব আগামী ৭ থেকে ১৬ মে পর্যন্ত হবে ঢাকাতেই। আর সে জন্যই পেছানো হলো প্রিমিয়ার লিগ। গতকাল সভা শেষে হকি ফেডারেশনের এক কর্মকর্তা বললেন, শুরুর পর কোনো বিরতি ছাড়াই চলবে প্রিমিয়ার লিগ।
ওদিকে ক্লাব কাপে গতকাল ‘ছোট’ দুই দলের খেলায় ওয়ারী ২-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে।
No comments