রাজশাহীতে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদের রাজশাহী ক্রিকেট একাডেমির উদ্যোগ ও আকিজ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজশাহীতে আজ শুরু হচ্ছে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। রাজশাহী কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুক্তি সংঘ ও বাংলাদেশ পুলিশ একাদশ।
ক্লেমন, মজো, স্পা ও ফ্রুটিকা—এ চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ৩২টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাল খালেদ মাসুদ বলেছেন, ‘রাজশাহীর খেলোয়াড়দের ম্যাচ খেলার অভ্যাস তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন।’ টুর্নামেন্ট পরিচালনার জন্য ১ লাখ টাকা দিচ্ছে আকিজ গ্রুপ।
ক্লেমন, মজো, স্পা ও ফ্রুটিকা—এ চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ৩২টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাল খালেদ মাসুদ বলেছেন, ‘রাজশাহীর খেলোয়াড়দের ম্যাচ খেলার অভ্যাস তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন।’ টুর্নামেন্ট পরিচালনার জন্য ১ লাখ টাকা দিচ্ছে আকিজ গ্রুপ।
No comments