তারকাদের সম্মান দেয় না পাকিস্তান by ওয়াসিম আকরাম
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নিজেও এ রকম ঘটনা কম দেখেননি। পাকিস্তানের ক্রিকেটে যে খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারটা একটু কমই আছে, সেটা ভালোই জানা সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের। তার পরও একজন সাবেক ক্রিকেটার বলেই মেনে নিতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ কর্মকাণ্ড। মোহাম্মদ ইউসুফ, ইউনুস খানদের সঙ্গে বোর্ড যে ব্যবহারটা করছে, তাতে তিনি বেশ আহতই।
ইএসপিএনস্টার ডট কমে লেখা নিজের এক কলামে আকরাম ক্ষোভ প্রকাশ করেছেন বোর্ডের আচরণে। ক্রিকেটারদের অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারাদেশ দেওয়ার সমালোচনা করে আকরাম লিখেছেন, ‘ইউনুস খানের ঘটনার চেয়ে ইউসুফের সিদ্ধান্তেই দুঃখ পেয়েছি বেশি। তাঁর অবসর পাকিস্তানের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবেই। ২৪টি টেস্ট সেঞ্চুরি আর ৭ হাজার রান করা কারও বিকল্প খোঁজা সহজ নয়। সেরা খেলোয়াড়দের সঙ্গে পাকিস্তান যে রকম আচরণ করছে, সেটা খুবই দুঃখজনক।’
ইউসুফের ঘটনা ওয়াসিম আকরামকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অতীতে, ‘ইউসুফের মতো সাবেক অনেক খেলোয়াড়কেই তাদের প্রাপ্য সম্মান দেয়নি পাকিস্তান। আমি নিজে, জাভেদ ভাই (মিয়াঁদাদ) বা ওয়াকার ইউনুস—হঠাৎ করেই দৃশ্যপট থেকে হারিয়ে গেছি আমরা! এ রকম উদাহরণ আরও আছে।’ আকরাম দুঃখ করে লিখেছেন, ‘জানি না দুই দশক ধরে যারা দেশের ক্রিকেটে অসামান্য অবদান রেখে গেল, এ রকম আচরণই তাদের প্রাপ্য কি না। অন্তত একটা বিদায়ী ম্যাচ তো পেতে পারে তারা! কিংবা একটা উষ্ণ সংবর্ধনা...এমন একটা মুহূর্ত যা একজন ক্রিকেটারের আজীবন মনে থাকবে। আমি নিশ্চিত, পাকিস্তানের ক্রিকেটপ্রেমী মানুষও চায় তাদের প্রিয় তারকাকে একটিবারের জন্য বিদায়ী অভিবাদন জানাতে। ইউসুফের সেটা প্রাপ্যও।’
আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের বোলিং উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আকরাম। এর মধ্যেই পত্রপত্রিকা পড়ে জেনেছেন শহীদ আফ্রিদিদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে। আকরামের আশা, ভুল থেকে শিক্ষা নিয়েই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন আফ্রিদি।
ইএসপিএনস্টার ডট কমে লেখা নিজের এক কলামে আকরাম ক্ষোভ প্রকাশ করেছেন বোর্ডের আচরণে। ক্রিকেটারদের অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারাদেশ দেওয়ার সমালোচনা করে আকরাম লিখেছেন, ‘ইউনুস খানের ঘটনার চেয়ে ইউসুফের সিদ্ধান্তেই দুঃখ পেয়েছি বেশি। তাঁর অবসর পাকিস্তানের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবেই। ২৪টি টেস্ট সেঞ্চুরি আর ৭ হাজার রান করা কারও বিকল্প খোঁজা সহজ নয়। সেরা খেলোয়াড়দের সঙ্গে পাকিস্তান যে রকম আচরণ করছে, সেটা খুবই দুঃখজনক।’
ইউসুফের ঘটনা ওয়াসিম আকরামকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অতীতে, ‘ইউসুফের মতো সাবেক অনেক খেলোয়াড়কেই তাদের প্রাপ্য সম্মান দেয়নি পাকিস্তান। আমি নিজে, জাভেদ ভাই (মিয়াঁদাদ) বা ওয়াকার ইউনুস—হঠাৎ করেই দৃশ্যপট থেকে হারিয়ে গেছি আমরা! এ রকম উদাহরণ আরও আছে।’ আকরাম দুঃখ করে লিখেছেন, ‘জানি না দুই দশক ধরে যারা দেশের ক্রিকেটে অসামান্য অবদান রেখে গেল, এ রকম আচরণই তাদের প্রাপ্য কি না। অন্তত একটা বিদায়ী ম্যাচ তো পেতে পারে তারা! কিংবা একটা উষ্ণ সংবর্ধনা...এমন একটা মুহূর্ত যা একজন ক্রিকেটারের আজীবন মনে থাকবে। আমি নিশ্চিত, পাকিস্তানের ক্রিকেটপ্রেমী মানুষও চায় তাদের প্রিয় তারকাকে একটিবারের জন্য বিদায়ী অভিবাদন জানাতে। ইউসুফের সেটা প্রাপ্যও।’
আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের বোলিং উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আকরাম। এর মধ্যেই পত্রপত্রিকা পড়ে জেনেছেন শহীদ আফ্রিদিদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে। আকরামের আশা, ভুল থেকে শিক্ষা নিয়েই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন আফ্রিদি।
No comments