শেখ রাসেলের সহজ জয়
১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ছিল শেখ রাসেল। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা ছিল ষষ্ঠ স্থানে। কালকের ম্যাচ শেষেও সেটি অপরিবর্তিত থাকল। সিটিসেল বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধাকে কাল ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল।
শেখ রাসেল প্রথমার্ধ জুড়ে দাপট দেখিয়ে গোল পেয়েছে একেবারে শেষ মুহূর্তে। প্রথম গোলটা এসেছে পেনাল্টি থেকে। রাজন মিয়াকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন আজমানি। পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন সামির ওমারি। রাসেলের দ্বিতীয় গোলও ওমারির। ৬৬ মিনিটে করা ওমারির গোলের আগেই অবশ্য মুক্তিযোদ্ধা খেলায় সমতা নিয়ে আসতে পারত। কিন্তু ৬০ মিনিটে আমিন রানার শট চলে যায় পোস্টের বাইরে। ৬ মিনিট পর আবদুল্লাহ পারভেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে রাসেলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ওমারি।
খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে কামালের গোলে আরও বেড়ে যায় রাসেলের জয়ের ব্যবধান।
আজকের খেলা : ফরাশগঞ্জ-রহমতগঞ্জ (বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকেল ৫টা)।
শেখ রাসেল প্রথমার্ধ জুড়ে দাপট দেখিয়ে গোল পেয়েছে একেবারে শেষ মুহূর্তে। প্রথম গোলটা এসেছে পেনাল্টি থেকে। রাজন মিয়াকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন আজমানি। পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন সামির ওমারি। রাসেলের দ্বিতীয় গোলও ওমারির। ৬৬ মিনিটে করা ওমারির গোলের আগেই অবশ্য মুক্তিযোদ্ধা খেলায় সমতা নিয়ে আসতে পারত। কিন্তু ৬০ মিনিটে আমিন রানার শট চলে যায় পোস্টের বাইরে। ৬ মিনিট পর আবদুল্লাহ পারভেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে রাসেলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ওমারি।
খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে কামালের গোলে আরও বেড়ে যায় রাসেলের জয়ের ব্যবধান।
আজকের খেলা : ফরাশগঞ্জ-রহমতগঞ্জ (বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকেল ৫টা)।
No comments