শিশুকন্যাকে পানিতে চোবানোর অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার
নিজের চার বছরের শিশুকন্যাকে পানিতে চুবিয়ে রাখার অপরাধে যুক্তরাষ্ট্রের পুলিশ এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে। ওই সেনাসদস্যের নাম জশুয়া তাবর (২৭)।
পুলিশ কর্মকর্তা টড স্টানসিল জানান, জশুয়া ও তাঁর বান্ধবী মদ্যপ অবস্থায় শিশুটিকে এ, বি, সি মুখস্থ বলতে বলেন। তা করতে না পারলে তারা রান্নাঘরের সিংকের পানির মধ্যে শিশুটির মাথা ডুবিয়ে রাখেন।
পুলিশ কর্মকর্তার দাবি, এটা পানিতে চুবিয়ে হত্যা করার শামিল। শিশুটি পানি ভয় পায়, এ জন্যই তাকে এভাবে পানিতে চোবানো হয়েছে। সেনাসদস্যরা শত্রুর কাছ থেকে তথ্য বের করতে এ পদ্ধতি ব্যবহার করে থাকে। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানালে ৩১ জানুয়ারি রাত দুইটায় তারা শিশুটিকে শৌচাগার থেকে উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা টড স্টানসিল জানান, জশুয়া ও তাঁর বান্ধবী মদ্যপ অবস্থায় শিশুটিকে এ, বি, সি মুখস্থ বলতে বলেন। তা করতে না পারলে তারা রান্নাঘরের সিংকের পানির মধ্যে শিশুটির মাথা ডুবিয়ে রাখেন।
পুলিশ কর্মকর্তার দাবি, এটা পানিতে চুবিয়ে হত্যা করার শামিল। শিশুটি পানি ভয় পায়, এ জন্যই তাকে এভাবে পানিতে চোবানো হয়েছে। সেনাসদস্যরা শত্রুর কাছ থেকে তথ্য বের করতে এ পদ্ধতি ব্যবহার করে থাকে। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানালে ৩১ জানুয়ারি রাত দুইটায় তারা শিশুটিকে শৌচাগার থেকে উদ্ধার করে।
No comments