ইয়ানুকোভিচকে জয়ী হিসেবে মানতে নারাজ তাইমোশেঙ্কো
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো বলেছেন, তাঁর দল কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষের (ইয়ানুকোভিচ) বিজয়কে মেনে নেবে না। তারা নির্বাচনের ফল নিয়েও কর্তৃপক্ষের কাছে আপত্তি জানাবে। গতকাল মঙ্গলবার স্থানীয় ইন্টারনেটভিত্তিক পত্রিকা ইউক্রেইনস্কায়া প্রাভদার খবরে এ কথা জানানো হয়। ইউক্রেনে বেশ মর্যাদাসম্পন্ন পত্রিকা এটি।
তাইমোশেঙ্কোর বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘এ ধরনের নির্বাচনের মাধ্যমে ইয়ানুকোভিচের বিজয়ের বৈধতা আমি কখনোই মেনে নেব না।’ তবে তাইমোশেঙ্কোর দলের সদস্য ও পার্লামেন্টের ডেপুটি স্পিকার মিকোলা তোমেনকোসহ দলের বড় একটি অংশ চাইছে পরাজয় মেনে নিয়ে বিরোধী দলে অবস্থান নিক তাদের নেতা।
ইউক্রেনে গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে তিন শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন রাশিয়াপন্থী নেতা ভিক্তর ইয়ানুকোভিচ। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ওই নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে অভিহিত করেছেন। তবে সোমবার রাতে দলীয় বৈঠকে নির্বাচন ফল মেনে নিতে অস্বীকার করেন তাইমোশেঙ্কো। বৈঠকে দলের অনেক সদস্যও ওই ফলকে চ্যালেঞ্জ জানানোর পক্ষে মত জানান। ভোটের ফল প্রকাশ হওয়ার পর এখনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি তাইমোশেঙ্কো। তাঁর সহযোগীরা গত সোমবার দুইবার সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করেও পরে তা বাতিল করে।
তাইমোশেঙ্কোর বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘এ ধরনের নির্বাচনের মাধ্যমে ইয়ানুকোভিচের বিজয়ের বৈধতা আমি কখনোই মেনে নেব না।’ তবে তাইমোশেঙ্কোর দলের সদস্য ও পার্লামেন্টের ডেপুটি স্পিকার মিকোলা তোমেনকোসহ দলের বড় একটি অংশ চাইছে পরাজয় মেনে নিয়ে বিরোধী দলে অবস্থান নিক তাদের নেতা।
ইউক্রেনে গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে তিন শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন রাশিয়াপন্থী নেতা ভিক্তর ইয়ানুকোভিচ। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ওই নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে অভিহিত করেছেন। তবে সোমবার রাতে দলীয় বৈঠকে নির্বাচন ফল মেনে নিতে অস্বীকার করেন তাইমোশেঙ্কো। বৈঠকে দলের অনেক সদস্যও ওই ফলকে চ্যালেঞ্জ জানানোর পক্ষে মত জানান। ভোটের ফল প্রকাশ হওয়ার পর এখনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি তাইমোশেঙ্কো। তাঁর সহযোগীরা গত সোমবার দুইবার সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করেও পরে তা বাতিল করে।
No comments