পরমাণুবিজ্ঞানী কাদির খানকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না
পাকিস্তানে সরকারের নির্দেশে দেশটির বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খানের বাসভবনে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর স্বজন, বন্ধুবান্ধব, এমনকি কোনো চিকিত্সককেও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবদুল কাদিরের আইনজীবী সাইদ আলী জাফর গতকাল মঙ্গলবার লাহোর হাইকোর্টের একটি বেঞ্চকে এ কথা জানান। পিটিআই।
সাইদ আলী জাফর বলেন, আবদুল কাদির খানের ওপর বিধিনিষেধ কমাতে যেখানে আদালতে শুনানি চলছে, সেখানে আদালতের দোহাই দিয়ে সরকার বিধিনিষেধ আরও কঠোর করছে। সম্প্রতি তিনি (কাদির) তাঁর অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে যেতে চাইলে বাধা দেওয়া হয়েছে। তাঁকে বন্ধু বা আত্মীয়স্বজন কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে চিকিত্সকেরা বাসভবনে ঢুকতে চাইলে তাঁদেরও বাধা দেওয়া হয়েছে।
এ অবস্থা চলতে থাকলে আবদুল কাদিরের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী জাফর।
সাইদ আলী জাফর বলেন, আবদুল কাদির খানের ওপর বিধিনিষেধ কমাতে যেখানে আদালতে শুনানি চলছে, সেখানে আদালতের দোহাই দিয়ে সরকার বিধিনিষেধ আরও কঠোর করছে। সম্প্রতি তিনি (কাদির) তাঁর অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে যেতে চাইলে বাধা দেওয়া হয়েছে। তাঁকে বন্ধু বা আত্মীয়স্বজন কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে চিকিত্সকেরা বাসভবনে ঢুকতে চাইলে তাঁদেরও বাধা দেওয়া হয়েছে।
এ অবস্থা চলতে থাকলে আবদুল কাদিরের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী জাফর।
No comments