ভারতে এই প্রথম হতে যাচ্ছে সামরিক সংগীত উৎসব
ভারতে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে সামরিক সংগীত উৎসব। ওই উৎসব হবে রাজধানী নয়াদিল্লির পুরোনো কেল্লার সেনা ছাউনি ও ইন্ডিয়া গেটে। সাত দিনব্যাপী আয়োজিত ওই সংগীত উৎসব শুরু হবে এ মাসের ২৫ তারিখে। শেষ হবে ৩ মার্চ।
উৎসবে ভারতসহ বিশ্বের আরও পাঁচটি দেশ—বাংলাদেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, শ্রীলঙ্কা এবং নেপালের সামরিক সংগীত দলের সদস্যরা যোগ দেবেন। প্রত্যেক দেশ থেকে আসবে ৫০ সদস্যের একটি বাদক দল। উৎসবে থাইল্যান্ড ও কাজাখস্তানকে আমন্ত্রণ জানানো হলেও তারা আসছে না।
নয়াদিল্লির এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কলকাতার একটি সংবাদপত্র জানায়, ওই উৎসবে ভারতের স্থল, নৌ এবং বিমানবাহিনীর সামরিক সংগীত দল অংশ নেবে। উৎসবে কেরালার ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কালারিপায়াত্তু, উত্তর-পূর্ব ভারতের লোকসংস্কৃতি নৃত্য, ভাঙরা নাচ, লাদাখের নাচ এবং মহারাষ্ট্রের লেজিম নৃত্যও প্রদর্শিত হবে। ২৮ ফেব্রুয়ারি ওই উৎসব দেখতে আসবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। প্রধানমন্ত্রী মনমোহন সিংও উৎসবে যোগ দেবেন। জনসাধারণ ওই উৎসব দেখতে পারবে ইন্ডিয়া গেটে।
উৎসবে ভারতসহ বিশ্বের আরও পাঁচটি দেশ—বাংলাদেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, শ্রীলঙ্কা এবং নেপালের সামরিক সংগীত দলের সদস্যরা যোগ দেবেন। প্রত্যেক দেশ থেকে আসবে ৫০ সদস্যের একটি বাদক দল। উৎসবে থাইল্যান্ড ও কাজাখস্তানকে আমন্ত্রণ জানানো হলেও তারা আসছে না।
নয়াদিল্লির এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কলকাতার একটি সংবাদপত্র জানায়, ওই উৎসবে ভারতের স্থল, নৌ এবং বিমানবাহিনীর সামরিক সংগীত দল অংশ নেবে। উৎসবে কেরালার ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কালারিপায়াত্তু, উত্তর-পূর্ব ভারতের লোকসংস্কৃতি নৃত্য, ভাঙরা নাচ, লাদাখের নাচ এবং মহারাষ্ট্রের লেজিম নৃত্যও প্রদর্শিত হবে। ২৮ ফেব্রুয়ারি ওই উৎসব দেখতে আসবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। প্রধানমন্ত্রী মনমোহন সিংও উৎসবে যোগ দেবেন। জনসাধারণ ওই উৎসব দেখতে পারবে ইন্ডিয়া গেটে।
No comments