মুম্বাইকে ‘বোম্বে’ বলায় রাহুলের সমালোচনায় শিবসেনা
ভারতের মুম্বাইকে ‘বোম্বে’ বলায় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনা। খবর পিটিআইয়ের।
শিবসেনার মুখপত্র সামানায় এক সম্পাদকীয়তে দলটির প্রধান বাল ঠাকরে বলেন, সম্প্রতি মুম্বাই সফরের সময় রাহুল গান্ধী বারবার মুম্বাইকে বোম্বে বলে উল্লেখ করেছেন। যারা মুম্বাইকে মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে চায়, তারাই বোম্বে বলে।
মুম্বাই সফরের সময় মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ বাগ নিরাপত্তার জন্য রাহুলের জুতা বহন করেন। এ জন্য রমেশকে নিয়ে উপহাস করেন বাল ঠাকরে। তিনি বলেন, এত নিচে নামার জন্য ওই মন্ত্রীর লজ্জিত হওয়া উচিত।
বাল ঠাকরে বলেন, রাহুল গান্ধী মহাত্মা গান্ধী নন যে তাঁর জুতা বুকের কাছে ধরে রাখতে হবে।
শিবসেনার মুখপত্র সামানায় এক সম্পাদকীয়তে দলটির প্রধান বাল ঠাকরে বলেন, সম্প্রতি মুম্বাই সফরের সময় রাহুল গান্ধী বারবার মুম্বাইকে বোম্বে বলে উল্লেখ করেছেন। যারা মুম্বাইকে মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে চায়, তারাই বোম্বে বলে।
মুম্বাই সফরের সময় মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ বাগ নিরাপত্তার জন্য রাহুলের জুতা বহন করেন। এ জন্য রমেশকে নিয়ে উপহাস করেন বাল ঠাকরে। তিনি বলেন, এত নিচে নামার জন্য ওই মন্ত্রীর লজ্জিত হওয়া উচিত।
বাল ঠাকরে বলেন, রাহুল গান্ধী মহাত্মা গান্ধী নন যে তাঁর জুতা বুকের কাছে ধরে রাখতে হবে।
No comments