মান্না দে পেলেন দাদা সাহেব ফালকে পুরস্কার
প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে পেলেন সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার-২০০৭। ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ কোনো শিল্পীকে সে দেশের সরকার এই গৌরবময় পুরস্কার দিয়ে থাকে।
খাঁটি ধ্রুপদী থেকে রোমান্টিক গানে অসাধারণ দখল মান্না দের। বিরহের গানে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর দরদি গলা আর আবেগময় কথার গান উপমহাদেশের কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে। এ পর্যন্ত তিনি সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন ।
বাংলা ও হিন্দি চলচ্চিত্রে বহু গান তিনি গেয়েছেন। এসবের অধিকাংশই হয়েছে সুপারহিট। এসব গান এখনো ফিরছে ভক্তদের মুখে মুখে। ১৯৫০ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ভারতীয় হিন্দি ও বাংলা সিনেমার জগত্ শাসন করেছেন মান্না দে, মুকেশ, মোহাম্মদ রফি ও কিশোর কুমার। তাঁরা কখনো এককভাবে, কখনো কোরাস গান করেছেন। সংগীতজগতের দিকপাল শিল্পী মান্না দে এর আগে ভারতের অত্যন্ত সম্মানজনক ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ পুরস্কার লাভ করেন।
খাঁটি ধ্রুপদী থেকে রোমান্টিক গানে অসাধারণ দখল মান্না দের। বিরহের গানে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর দরদি গলা আর আবেগময় কথার গান উপমহাদেশের কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে। এ পর্যন্ত তিনি সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন ।
বাংলা ও হিন্দি চলচ্চিত্রে বহু গান তিনি গেয়েছেন। এসবের অধিকাংশই হয়েছে সুপারহিট। এসব গান এখনো ফিরছে ভক্তদের মুখে মুখে। ১৯৫০ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ভারতীয় হিন্দি ও বাংলা সিনেমার জগত্ শাসন করেছেন মান্না দে, মুকেশ, মোহাম্মদ রফি ও কিশোর কুমার। তাঁরা কখনো এককভাবে, কখনো কোরাস গান করেছেন। সংগীতজগতের দিকপাল শিল্পী মান্না দে এর আগে ভারতের অত্যন্ত সম্মানজনক ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ পুরস্কার লাভ করেন।
No comments