তিন মাসের মধ্যে সব জেলায় শেয়ারবাজারের কার্যক্রম
আগামী তিন মাসের মধ্যে দেশের সব জেলা শহরে ন্যূনতম একটি ব্রোকার হাউসের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ ছাড়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলাগুলোতেও ব্রোকারেজ হাউসের কার্যক্রম চালু করা হবে।
গতকাল বৃহস্পতিবার ডিএসই আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সভাপতি রকিবুর রহমান এসব কথা জানান।
তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় সব কটি বিভাগীয় শহরে ও বেশ কিছু জেলায় ব্রোকারেজ হাউসের কার্যক্রম রয়েছে। এর পরও অনেক জেলার মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও বিনিয়োগ কার্যক্রমে অংশ নিতে পারছে না। তাই ডিএসইর কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি শাকিল রিজভী, সাবেক সভাপতি আবদুল হক ও আবদুল্লাহ বোখারী।
রকিবুর রহমান বলেন, গ্রামীণফোনের প্রাথমিক শেয়ারের (আইপিও) চাঁদা গ্রহণ শুরু হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে এক ধরনের গুজব ছিল। কিন্তু বাস্তবে সে ধরনের কোনো প্রভাব পড়েনি, বরং উল্টো সূচক বেড়েছে। এতে প্রমাণিত হয়, বাজারের গভীরতা আগের তুলনায় অনেক বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার ডিএসই আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সভাপতি রকিবুর রহমান এসব কথা জানান।
তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় সব কটি বিভাগীয় শহরে ও বেশ কিছু জেলায় ব্রোকারেজ হাউসের কার্যক্রম রয়েছে। এর পরও অনেক জেলার মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও বিনিয়োগ কার্যক্রমে অংশ নিতে পারছে না। তাই ডিএসইর কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি শাকিল রিজভী, সাবেক সভাপতি আবদুল হক ও আবদুল্লাহ বোখারী।
রকিবুর রহমান বলেন, গ্রামীণফোনের প্রাথমিক শেয়ারের (আইপিও) চাঁদা গ্রহণ শুরু হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে এক ধরনের গুজব ছিল। কিন্তু বাস্তবে সে ধরনের কোনো প্রভাব পড়েনি, বরং উল্টো সূচক বেড়েছে। এতে প্রমাণিত হয়, বাজারের গভীরতা আগের তুলনায় অনেক বেড়েছে।
No comments