অক্টোবরে ইরাক ছাড়বে চার হাজার মার্কিন সেনা
যুক্তরাষ্ট্র অক্টোবরের শেষে ইরাক থেকে প্রায় চার হাজার সেনা প্রত্যাহার করবে। ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার ইরাক যুদ্ধসংক্রান্ত এক দলিলে গতকাল বুধবার এ কথা বলেছেন।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটিতে ওই দলিল জমা দেওয়ার কথা রয়েছে কমান্ডার জেনারেল রে ওডিয়েরনোর। এতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১০ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের পথেই রয়েছে।
মঙ্গলবার প্রকাশিত দলিলের কপিতে ওডিয়েরনো বলেন, ‘ইরাকে বর্তমানে ১১টি যোদ্ধা দলসহ প্রায় এক লাখ ২৪ হাজার সেনা রয়েছে। অক্টোবরের শেষ নাগাদ এ সংখ্যা এক লাখ ২০ হাজারে নেমে আসবে বলে আমি মনে করি।’
ওডিয়েরনো বলেন, ইরাকে মার্কিন ঠিকাদারদের সংখ্যা গত জানুয়ারি থেকে এ পর্যন্ত এক লাখ ৪৯ হাজার থেকে এক লাখ ১৫ হাজারের কিছু বেশিতে নেমে এসেছে।
ইরাক থেকে সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া সময়সীমা অনুযায়ী, ইরাক মিশন ২০১০ সালের ৩১ আগস্টে শেষ হওয়ার কথা। তবে এর পরও ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্য ৩০ থেকে ৫০ হাজার সেনার একটি বাহিনী সেখানে থাকবে।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটিতে ওই দলিল জমা দেওয়ার কথা রয়েছে কমান্ডার জেনারেল রে ওডিয়েরনোর। এতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১০ সালের সেপ্টেম্বরে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের পথেই রয়েছে।
মঙ্গলবার প্রকাশিত দলিলের কপিতে ওডিয়েরনো বলেন, ‘ইরাকে বর্তমানে ১১টি যোদ্ধা দলসহ প্রায় এক লাখ ২৪ হাজার সেনা রয়েছে। অক্টোবরের শেষ নাগাদ এ সংখ্যা এক লাখ ২০ হাজারে নেমে আসবে বলে আমি মনে করি।’
ওডিয়েরনো বলেন, ইরাকে মার্কিন ঠিকাদারদের সংখ্যা গত জানুয়ারি থেকে এ পর্যন্ত এক লাখ ৪৯ হাজার থেকে এক লাখ ১৫ হাজারের কিছু বেশিতে নেমে এসেছে।
ইরাক থেকে সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া সময়সীমা অনুযায়ী, ইরাক মিশন ২০১০ সালের ৩১ আগস্টে শেষ হওয়ার কথা। তবে এর পরও ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্য ৩০ থেকে ৫০ হাজার সেনার একটি বাহিনী সেখানে থাকবে।
No comments