নতুন রাজনৈতিক জোট গঠন করলেন ইরাকি প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি আগামী জানুয়ারির সাধারণ নির্বাচন সামনে রেখে নতুন একটি ব্যাপকভিত্তিক রাজনৈতিক জোট গড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্য বাগদাদে বিপুলসংখ্যক প্রার্থী ও উপজাতি নেতার সামনে তিনি এ ঘোষণা দেন।
নতুন এ জোটে সংখ্যাগরিষ্ঠ শিয়া, সুন্নি ও কুর্দি সম্প্রদায়ের ৪০টি রাজনৈতিক দল ও সংগঠন রয়েছে। এর আগে গত আগস্টে ক্ষমতাসীন শিয়া জোট থেকে বের হয়ে আসেন শিয়া নেতা মালিকি। নতুন এ জোটেরও নেতৃত্ব দেবেন তিনি।
মালিকি বলেন, নতুন এ জোট আধুনিক ইরাক পুনর্গঠন-প্রক্রিয়ার জন্য হবে একটি ঐতিহাসিক ঘটনা। এ জোটে সব ইরাকির প্রতিনিধি রয়েছেন। এ জোট কোনো নির্দিষ্ট একটি দল বা সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করবে না। নতুন জোট গড়ার ক্ষেত্রে মালিকিকে সমর্থন জানিয়েছেন শিয়া নেতা তেলমন্ত্রী হোসেন আল শাহরিস্তানিসহ বেশ কয়েকজন মন্ত্রী, কুর্দি, খ্রিষ্টান ও তুর্কি প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা।
ইরাকে সর্বশেষ ২০০৫ সালে পার্লামেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে ২৭৫ আসনের মধ্যে শিয়া-সমর্থিত দলগুলো ১২৮ আসনে জয়ী হয়।
নতুন এ জোটে সংখ্যাগরিষ্ঠ শিয়া, সুন্নি ও কুর্দি সম্প্রদায়ের ৪০টি রাজনৈতিক দল ও সংগঠন রয়েছে। এর আগে গত আগস্টে ক্ষমতাসীন শিয়া জোট থেকে বের হয়ে আসেন শিয়া নেতা মালিকি। নতুন এ জোটেরও নেতৃত্ব দেবেন তিনি।
মালিকি বলেন, নতুন এ জোট আধুনিক ইরাক পুনর্গঠন-প্রক্রিয়ার জন্য হবে একটি ঐতিহাসিক ঘটনা। এ জোটে সব ইরাকির প্রতিনিধি রয়েছেন। এ জোট কোনো নির্দিষ্ট একটি দল বা সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করবে না। নতুন জোট গড়ার ক্ষেত্রে মালিকিকে সমর্থন জানিয়েছেন শিয়া নেতা তেলমন্ত্রী হোসেন আল শাহরিস্তানিসহ বেশ কয়েকজন মন্ত্রী, কুর্দি, খ্রিষ্টান ও তুর্কি প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা।
ইরাকে সর্বশেষ ২০০৫ সালে পার্লামেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে ২৭৫ আসনের মধ্যে শিয়া-সমর্থিত দলগুলো ১২৮ আসনে জয়ী হয়।
No comments