সব সাঁতারুকে পেয়ে খুশি কোচ পার্ক
আগের দিনই সাঁতারের কোরিয়ান কোচ পার্ক তে গুন বলেছিলেন, অনুশীলনে তিনি তাঁর সব ছেলেকে অবিলম্বে পেতে চান একসঙ্গে। আসন্ন এসএ গেমস উপলক্ষে মিরপুর সুইমিং কমপ্লেক্সে কাল ১৯ জন সাঁতারুকেই অনুশীলন করিয়েছেন তিনি। অনেক নাটকের পর সেনাবাহিনীর ৫ জন সাঁতারু ফিরে আসায় কোচকে বেশ উত্ফুল্লই মনে হয়েছে কাল।
এসএ গেমসের জন্য জাতীয় সাঁতার ক্যাম্পে পরশু যোগ দিয়েছেন সেনাবাহিনীর সাঁতারু শাজাহান আলী রনি, দেবব্রত মণ্ডল, কামাল হোসেন, রফিকুল ইসলাম ও হাসান আলী। সেনাবাহিনীর ৮ সাঁতারুর ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেয়েদের মধ্যে থেকে বাদ পড়েছেন লাভলী খাতুন। উন্নত প্রশিক্ষণের জন্য ক্যাম্পের দুই সাঁতারু রয়েছেন চীনে। কাল তাই নতুন পাঁচজনসহ মোট ১৯ জন সাঁতারু অনুশীলন করেছেন মিরপুর সুইমিং পুলে। বেশ জোরেশোরেই দুবেলা করে অনুশীলন করাচ্ছেন কোচ পার্ক। কোরিয়া থেকে আনা স্নোরকোন, কিকবোর্ড, বয়া, পুলিং রাবারসহ আরও অনেক উন্নত যন্ত্রপাতি দিয়ে অনুশীলন করানো হচ্ছে তাঁদের।
এসএ গেমসের জন্য জাতীয় সাঁতার ক্যাম্পে পরশু যোগ দিয়েছেন সেনাবাহিনীর সাঁতারু শাজাহান আলী রনি, দেবব্রত মণ্ডল, কামাল হোসেন, রফিকুল ইসলাম ও হাসান আলী। সেনাবাহিনীর ৮ সাঁতারুর ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেয়েদের মধ্যে থেকে বাদ পড়েছেন লাভলী খাতুন। উন্নত প্রশিক্ষণের জন্য ক্যাম্পের দুই সাঁতারু রয়েছেন চীনে। কাল তাই নতুন পাঁচজনসহ মোট ১৯ জন সাঁতারু অনুশীলন করেছেন মিরপুর সুইমিং পুলে। বেশ জোরেশোরেই দুবেলা করে অনুশীলন করাচ্ছেন কোচ পার্ক। কোরিয়া থেকে আনা স্নোরকোন, কিকবোর্ড, বয়া, পুলিং রাবারসহ আরও অনেক উন্নত যন্ত্রপাতি দিয়ে অনুশীলন করানো হচ্ছে তাঁদের।
No comments