ফিলিস্তিনের ২০ নারীকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল!
ইসরায়েল ২০ জন ফিলিস্তিনি নারীকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে এ জন্য হামাসের হাতে বন্দী ইসরায়েলি এক সেনার ভিডিও ফুটেজ চেয়েছে তারা। এ ভিডিও ফুটেজের মাধ্যমে ইসরায়েল সরকার নিশ্চিত হতে চায়, ওই সেনা জীবিত আছেন কি না। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই ফিলিস্তিনি নারীদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে গতকাল বুধবার এ খবর বলা হয়েছে। খবর এএফপির।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আটক ও বন্দী ২০ জন ফিলিস্তিনি নারীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বিনিময়ে হামাসের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের শারীরিক অবস্থার ওপর সর্বশেষ ভিডিও ফুটেজ তাদের দেওয়া হবে। এই ভিডিও ফুটেজের মাধ্যমে ওই সেনার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হলেই ফিলিস্তিনি নারীদের মুক্তি দেওয়া হবে।
ইসরায়েলের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, মিসর ও জার্মানির মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে এই চুক্তি হয়েছে। হামাস এই চুক্তির কথা স্বীকার করে বলেছে, কয়েক দিনের মধ্যেই ফিলিস্তিনি নারীদের মুক্তি দেওয়া হবে।
এ ২০ জন নারীর মধ্যে চারজন হামাসের, তিনজন ইসলামিক জিহাদ ও তিনজন ফাতাহর সদস্য রয়েছেন।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আটক ও বন্দী ২০ জন ফিলিস্তিনি নারীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বিনিময়ে হামাসের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের শারীরিক অবস্থার ওপর সর্বশেষ ভিডিও ফুটেজ তাদের দেওয়া হবে। এই ভিডিও ফুটেজের মাধ্যমে ওই সেনার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হলেই ফিলিস্তিনি নারীদের মুক্তি দেওয়া হবে।
ইসরায়েলের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, মিসর ও জার্মানির মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে এই চুক্তি হয়েছে। হামাস এই চুক্তির কথা স্বীকার করে বলেছে, কয়েক দিনের মধ্যেই ফিলিস্তিনি নারীদের মুক্তি দেওয়া হবে।
এ ২০ জন নারীর মধ্যে চারজন হামাসের, তিনজন ইসলামিক জিহাদ ও তিনজন ফাতাহর সদস্য রয়েছেন।
No comments