সরকারের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা
ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলটদের পাঁচ দিনের ধর্মঘটের অবসান হয়েছে। লোকসানের মুখে থাকা এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের বোনাস কমিয়ে দেওয়ার প্রতিবাদে পাইলটরা ২৬ সেপ্টেম্বর থেকে ধর্মঘটে নামেন। সংকট সমাধানে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী প্রফুল প্যাটেলের আশ্বাসের পর গতকাল বুধবার তাঁরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
পাঁচ দিনের ধর্মঘটের কারণে কয়েক শ ফ্লাইট বাতিল হয়েছে। এ কারণে শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন। এ অবস্থায় সংকট সমাধানে উদ্যোগ নেওয়ায় পাইলট ইউনিয়নের নেতা ক্যাপ্টেন ভি কে ভাল্লা প্রধানমন্ত্রী ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ধর্মঘটের কারণে যাত্রী সাধারণের দুর্ভোগের জন্যও তিনি দুঃখ প্রকাশ করেছেন।
নয়া দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন ভাল্লা বলেন, ‘সরকার আমাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে। ফলে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। সকল পাইলটকে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে।’
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সংস্থার খরচ কমানোর জন্য তাদের কর্মচারীদের বোনাস ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস করার সিদ্ধান্ত নিলে প্রতিবাদে ফেটে পড়েন পাইলটরা। একপর্যায়ে তাঁরা ধর্মঘটের ডাক দেন।
পাঁচ দিনের ধর্মঘটের কারণে কয়েক শ ফ্লাইট বাতিল হয়েছে। এ কারণে শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন। এ অবস্থায় সংকট সমাধানে উদ্যোগ নেওয়ায় পাইলট ইউনিয়নের নেতা ক্যাপ্টেন ভি কে ভাল্লা প্রধানমন্ত্রী ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ধর্মঘটের কারণে যাত্রী সাধারণের দুর্ভোগের জন্যও তিনি দুঃখ প্রকাশ করেছেন।
নয়া দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন ভাল্লা বলেন, ‘সরকার আমাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে। ফলে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। সকল পাইলটকে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে।’
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সংস্থার খরচ কমানোর জন্য তাদের কর্মচারীদের বোনাস ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস করার সিদ্ধান্ত নিলে প্রতিবাদে ফেটে পড়েন পাইলটরা। একপর্যায়ে তাঁরা ধর্মঘটের ডাক দেন।
No comments