আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে
তিনি আলেমদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ শাহবাগ ও মতিঝিল থেকে আলেমদের ক্লিয়ার করেছিল, আল্লাহ তাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার করে দিয়েছে। এখন সময় এসেছে আলেম সমাজকে ঘুরে দাঁড়ানোর। একটি সময় ছিল আপনারা কোরআন ও হাদিসের কথা বলতে পারতেন না। আপনাদের শুধু নেয়া হতো অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও মোনাজাতের জন্য। সমাজের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনারা মতামত দিতে পারতেন না, মতামত নেয়া হতো সুদখোর, ঘুষখোর ও বাটপারদের। তাই আজ সমাজের এত অধঃপতন হয়েছে।
তিনি আরও বলেন, আলেমদের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আপনারা এখন বুক উঁচু করে সঠিক কথা বলেন। মসজিদভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করুন। সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দেন। সমাজব্যবস্থাকে অধঃপতনের হাত থেকে মুক্ত করতে হবে।
দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও প্রভাষক আল আমিনের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুলতানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমেদ, জয়পুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলমগীর হোসেন, দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মো. আশরাফুল আলম ওবাইদী, বৈসরকোট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তাবদুল হক, দেবিদ্বার দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ মো. আবু তাহের, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. ছালেহ আহমদ মুনিরী, ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা জালাল উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো. মোহতাদির যারিফ সিক্ত প্রমুখ।
No comments