প্রথমবার তাজমহল দেখে বিস্মিত কাজল
বলিউড
ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল প্রথমবার তাজমহলে
বেড়ালেন। দিল্লির আগ্রায় বিখ্যাত এই স্মৃতিস্তম্ভকে ভালোবাসার প্রতীক
হিসেবে মন্তব্য করেছেন তিনি। বাবাকে নিয়ে সেখানে ঘুরতে দেখা গেছে তাকে।
‘সিংঘাম’ তারকা বিভিন্ন ঢঙে ছবি তুলেছেন। পরে ইনস্টাগ্রামে সেগুলো পোস্ট
করেছেন।
তাজমহলের সৌন্দর্য নিয়ে ৩৪ বছর বয়সী এই তারকার অনুভূতি, ‘মমতাজের প্রতি শাহজাহানের এই মহানুভবতা দেখে আমি মন্ত্রমুগ্ধ, সম্মোহিত ও বিস্মিত।’
ইনস্টাগ্রামে কাজল আরও লিখেছেন, ‘তাজমহলের মনোমুগ্ধকর সৌন্দর্যের কথা অনেক শুনেছি। কিন্তু এর স্থাপত্যশৈলী সামনে থেকে উপভোগের অভিজ্ঞতা অতুলনীয়। এই স্মৃতিস্তম্ভ আমাকে ইতিহাসে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এই স্মৃতি আমার মনে চিরস্থায়ী হয়ে থাকবে। তাজমহল বিশ্বের বিস্ময়।’
তাজমহলের সৌন্দর্য নিয়ে ৩৪ বছর বয়সী এই তারকার অনুভূতি, ‘মমতাজের প্রতি শাহজাহানের এই মহানুভবতা দেখে আমি মন্ত্রমুগ্ধ, সম্মোহিত ও বিস্মিত।’
ইনস্টাগ্রামে কাজল আরও লিখেছেন, ‘তাজমহলের মনোমুগ্ধকর সৌন্দর্যের কথা অনেক শুনেছি। কিন্তু এর স্থাপত্যশৈলী সামনে থেকে উপভোগের অভিজ্ঞতা অতুলনীয়। এই স্মৃতিস্তম্ভ আমাকে ইতিহাসে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এই স্মৃতি আমার মনে চিরস্থায়ী হয়ে থাকবে। তাজমহল বিশ্বের বিস্ময়।’
বাবার সঙ্গে কাজল আগারওয়াল |
No comments