ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন আদভানি!
কংগ্রেসের
দেখানো পথেই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি ঠিক করতে চলেছে ভারতীয় জনতা পার্টি
(বিজেপি)। ২০১২ সালে দলের প্রবীণ নেতা প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতির আসনে
বসিয়েছিল কংগ্রেস। এবার সেই পথে হেঁটেই বিজেপির লৌহপুরুষ হিসেবে পরিচিতি
লালকৃষ্ণ আদভানিকে রাষ্ট্রপতি করার কথা ভাবছে বিজেপি। মঙ্গলবার এই খবর
প্রকাশ করেছে জি নিউজ।
সেই প্রতিবেদন অনুসারে রাষ্ট্রপতি পদের জন্য লাল
কৃষ্ণ আদভানির নাম প্রস্তাব করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আদভানিকে রাষ্ট্রপতি করলে তাকে গুরু দক্ষিণা দেয়া হবে বলে মন্তব্য করেছেন
মোদি। সম্প্রতি গুজরাতের সোমনাথে এক দলীয় বৈঠকে এই আলোচনা হয়েছে বলে দাবি
করেছে জি নিউজ। সেই বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে অমিত শাহ, কেশুভাই
প্যাটেলসহ উপস্থিত ছিলেন স্বয়ং লাল কৃষ্ণ আদভানি। যদিও রাষ্ট্রপতি
নির্বাচনের বিষয়ে বিজেপির কোনো নেতা প্রকাশ্যে কিছু বলেননি। চলতি বছরের
জুলাই মাসে হবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন।
No comments