রিয়াল-বার্সার একই রঙের অ্যাওয়ে জার্সি
এ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অ্যাওয়ে জার্সির রং একই। দুটি ক্লাবই প্রতিপক্ষের মাঠে ‘পার্পল’ রঙের জার্সি পরে খেলবে। দুই দলই সম্প্রতি অ্যাওয়ে জার্সি উন্মোচন করে। বার্সেলোনার হোম জার্সির লাল ও নীল রঙের মিশেল ঘটিয়ে পার্পল অ্যাওয়ে জার্সি তৈরি করা হয়েছে। গাঢ় পার্পল রঙের সঙ্গে এতে গোলাপি রঙেরও উপস্থিতি আছে। হাতা আর পিঠের উপরের দিকটাতে কালো রং দেয়া হয়েছে।
অন্যদিকে ২০১০-১১ মৌসুমের পর এবারই প্রথম ‘পার্পল’ রঙের জার্সি পরে প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে রিয়াল। তবে জার্সির কাঁধ আর হাতায় ক্লাবের বিখ্যাত সাদা রঙের উপস্থিতি ঠিকই রয়েছে। অ্যাওয়ে জার্সি এক রঙের হলেও দুই দলের মতোই জার্সি তৈরি করা প্রতিষ্ঠান দুটিও একে অপরের প্রতিদ্বন্দ্বী। বার্সেলোনার জার্সি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। রিয়ালের জার্সি জার্মানির কোম্পানি অ্যাডিডাসের। ওয়েবসাইট।
অন্যদিকে ২০১০-১১ মৌসুমের পর এবারই প্রথম ‘পার্পল’ রঙের জার্সি পরে প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে রিয়াল। তবে জার্সির কাঁধ আর হাতায় ক্লাবের বিখ্যাত সাদা রঙের উপস্থিতি ঠিকই রয়েছে। অ্যাওয়ে জার্সি এক রঙের হলেও দুই দলের মতোই জার্সি তৈরি করা প্রতিষ্ঠান দুটিও একে অপরের প্রতিদ্বন্দ্বী। বার্সেলোনার জার্সি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। রিয়ালের জার্সি জার্মানির কোম্পানি অ্যাডিডাসের। ওয়েবসাইট।
No comments