পাপাদেমোসের পক্ষে সংখ্যাগরিষ্ঠ গ্রিকের সমর্থন
গ্রিসের নতুন প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোসের পক্ষে সংখ্যাগরিষ্ঠ গ্রিকদের সমর্থন রয়েছে। গতকাল রোববার দুটি পত্রিকায় প্রকাশিত জনমত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে। গ্রিসের ঐকমত্যের সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য গত সপ্তাহে পাপাদেমোসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পাবলিক ইনস্টিটিউটের পরিচালিত একটি জনমত জরিপে এক হাজার ২০০ জন অংশ নেয়। এ জরিপের ফলাফলে দেখা যায়, ৫৫ শতাংশ গ্রিক নতুন প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছে। ১৮ শতাংশ পাপাদেমোস সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেছে।
কাপা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালিত আরেকটি জরিপের ফলাফলে দেখা গেছে, ৭২ দশমিক ৯ শতাংশ গ্রিক প্রধানমন্ত্রী হিসেবে পাপাদেমোসের নিয়োগ সঠিক বলে মত দিয়েছে।
পাবলিক ইনস্টিটিউটের পরিচালিত একটি জনমত জরিপে এক হাজার ২০০ জন অংশ নেয়। এ জরিপের ফলাফলে দেখা যায়, ৫৫ শতাংশ গ্রিক নতুন প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছে। ১৮ শতাংশ পাপাদেমোস সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেছে।
কাপা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালিত আরেকটি জরিপের ফলাফলে দেখা গেছে, ৭২ দশমিক ৯ শতাংশ গ্রিক প্রধানমন্ত্রী হিসেবে পাপাদেমোসের নিয়োগ সঠিক বলে মত দিয়েছে।
No comments