খুব কাছ থেকে ৩টি গুলি করা হয় তাভেলাকে
ইতালির
নাগরিক চেসারে তাভেলাকে খুব কাছ থেকে তিনটি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত
বিভাগীয় প্রধান ডা. কাজী মোহাম্মদ আবু সামা।
আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের বলেন, চেসারে তাভেলার শরীরে তিনটি গুলির চিহ্ন আছে। দুটি গুলি শরীর ভেদ করে বের হয়ে যায়। একটি গুলি শরীরে পাওয়া গেছে। গুলিগুলো রিভলবার দিয়ে এবং খুব কাছ থেকে করা হয়।
এর আগে, লাশের সুরতহাল রিপোর্ট শেষ করেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির রহমান।
রিপোর্টে উল্লেখ করা হয়, চেসারে তাভেলার ডান হাঁটুর উপর এবং ডান হাতের কনুইতে থেঁতলানো জখমের চিহ্ন আছে। এ ছাড়া বাম হাতের পেছনে ও ভেতরের দিকে একটি; বাম বগলের নিচে, পিঠের বামপাশে ঘাড় বরাবর একটি এবং ঘাড়ের দুই ইঞ্চি নিচে গুলির ছিদ্রের চিহ্ন আছে।
সোমবার সন্ধ্যা ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে হাঁটার সময় তিন মোটরসাইকেল আরোহী ইতালীর নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের বলেন, চেসারে তাভেলার শরীরে তিনটি গুলির চিহ্ন আছে। দুটি গুলি শরীর ভেদ করে বের হয়ে যায়। একটি গুলি শরীরে পাওয়া গেছে। গুলিগুলো রিভলবার দিয়ে এবং খুব কাছ থেকে করা হয়।
এর আগে, লাশের সুরতহাল রিপোর্ট শেষ করেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির রহমান।
রিপোর্টে উল্লেখ করা হয়, চেসারে তাভেলার ডান হাঁটুর উপর এবং ডান হাতের কনুইতে থেঁতলানো জখমের চিহ্ন আছে। এ ছাড়া বাম হাতের পেছনে ও ভেতরের দিকে একটি; বাম বগলের নিচে, পিঠের বামপাশে ঘাড় বরাবর একটি এবং ঘাড়ের দুই ইঞ্চি নিচে গুলির ছিদ্রের চিহ্ন আছে।
সোমবার সন্ধ্যা ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে হাঁটার সময় তিন মোটরসাইকেল আরোহী ইতালীর নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
No comments