নিজের পোষা কুকুরের পেটেই সাবাড়!
নিজের পোষা কুকুরের পেটেই সাবাড় হয়েছেন ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের এক বাসিন্দা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্দ্রে লুমবোগা নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তি কোনো ধরনের খাবার বা পানির ব্যবস্থা না করেই তাঁর পোষা সাতটি কুকুরকে বাড়িতে রেখে বেড়াতে গিয়েছিলেন। এ অবস্থায় ১৪ দিন অভুক্ত থেকে কুকুরগুলো হিংস্র হয়ে ওঠে। পরে আন্দ্রে যখন বাড়িতে ফিরে আসেন, সম্ভবত তখন কুকুরগুলো হিংস্র হয়ে তাঁকে আক্রমণ করে।
আন্দ্রের বাড়ির সামনে ব্যাগ-স্যুটকেস পড়ে থাকতে দেখে পাশের বাড়ির এক নিরাপত্তারক্ষী কৌতূহলী হয়ে সেখানে গিয়ে বিকট গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাড়ির রান্নাঘর থেকে আন্দ্রের মাথার খুলি এবং বাড়ির সামনে থেকে তাঁর দেহের অংশবিশেষ উদ্ধার করে।
সুলাওয়েসি দ্বীপের অধিবাসীদের অন্যতম প্রিয় খাবার হচ্ছে কুকুর, বাদুড় ও বন্য ইঁদুরের মাংস।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্দ্রে লুমবোগা নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তি কোনো ধরনের খাবার বা পানির ব্যবস্থা না করেই তাঁর পোষা সাতটি কুকুরকে বাড়িতে রেখে বেড়াতে গিয়েছিলেন। এ অবস্থায় ১৪ দিন অভুক্ত থেকে কুকুরগুলো হিংস্র হয়ে ওঠে। পরে আন্দ্রে যখন বাড়িতে ফিরে আসেন, সম্ভবত তখন কুকুরগুলো হিংস্র হয়ে তাঁকে আক্রমণ করে।
আন্দ্রের বাড়ির সামনে ব্যাগ-স্যুটকেস পড়ে থাকতে দেখে পাশের বাড়ির এক নিরাপত্তারক্ষী কৌতূহলী হয়ে সেখানে গিয়ে বিকট গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাড়ির রান্নাঘর থেকে আন্দ্রের মাথার খুলি এবং বাড়ির সামনে থেকে তাঁর দেহের অংশবিশেষ উদ্ধার করে।
সুলাওয়েসি দ্বীপের অধিবাসীদের অন্যতম প্রিয় খাবার হচ্ছে কুকুর, বাদুড় ও বন্য ইঁদুরের মাংস।
No comments