ককপিটে ইঁদুর বিমানের যাত্রা বাতিল
হংকং বিমানবন্দর থেকে ৮৪ জন যাত্রী নিয়ে নেপালের উদ্দেশে উড়াল দেবে একটি বিমান। সব ঠিকঠাক। কিন্তু শেষ মুহূর্তে বিমানটির ককপিটে একটা ইঁদুরকে ঘুরঘুর করতে দেখা যায়। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিমানটির যাত্রা বাতিল করা হয়। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ গতকাল বুধবার এই তথ্য জানায়। নেপাল এয়ারলাইনসের মহাব্যবস্থাপক সীতা গুরাং গতকাল বিকেলে এএফপিকে বলেন, শেষ মুহূর্তে বিমানের চালকেরা ইঁদুরটির উপস্থিতি শনাক্ত করেন। ইঁদুরটিকে ধরতে ফাঁদ পাতা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইঁদুরটি ধরা পড়েনি। জোর চেষ্টা চলছে। যাত্রীদের মঙ্গলবার রাতে হংকংয়ের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। শিগগিরই ইঁদুরটিকে পাকড়াও করা সম্ভব না হলে যাত্রীদের অন্য কোনো বিমানে কাঠমান্ডু পাঠানো হবে।
এয়ারলাইনস কর্তৃপক্ষ গতকাল বুধবার এই তথ্য জানায়। নেপাল এয়ারলাইনসের মহাব্যবস্থাপক সীতা গুরাং গতকাল বিকেলে এএফপিকে বলেন, শেষ মুহূর্তে বিমানের চালকেরা ইঁদুরটির উপস্থিতি শনাক্ত করেন। ইঁদুরটিকে ধরতে ফাঁদ পাতা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইঁদুরটি ধরা পড়েনি। জোর চেষ্টা চলছে। যাত্রীদের মঙ্গলবার রাতে হংকংয়ের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। শিগগিরই ইঁদুরটিকে পাকড়াও করা সম্ভব না হলে যাত্রীদের অন্য কোনো বিমানে কাঠমান্ডু পাঠানো হবে।
No comments