সেমিতেই আবাহনী-মোহামেডান
মেয়েদের ক্লাব কাপ ক্রিকেটের সেমিফাইনালেই দেখা হয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের। শেষ চারের অন্য ম্যাচে আনসারের প্রতিপক্ষ বিকেএসপি।
গুলশান ইয়ুথ ক্লাব মাঠে কাল ইন্দিরা রোডকে (১৯.১ ওভারে ৪৪) ৮ উইকেটে হারিয়েছে বিকেএসপি (১০.১ ওভারে ৪৫/২)। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অন্য খেলায় আনসার (৪০ ওভারে ১৮৬/৪) ৮৬ রানে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে (৩৯.৩ ওবারে ১০০)।
গুলশান ইয়ুথ ক্লাব মাঠে কাল ইন্দিরা রোডকে (১৯.১ ওভারে ৪৪) ৮ উইকেটে হারিয়েছে বিকেএসপি (১০.১ ওভারে ৪৫/২)। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অন্য খেলায় আনসার (৪০ ওভারে ১৮৬/৪) ৮৬ রানে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে (৩৯.৩ ওবারে ১০০)।
No comments