তাঁরাও হকির প্রাথমিক দল
ক্লাব কাপ হকি শুরুর আগে দল না পেয়ে অভিমানে জাতীয় দল থেকে অবসরে গিয়েছিলেন ছয় হকি খেলোয়াড় মশিউর রহমান (বিপ্লব), আবদুস সাজ্জাদ (জন), মোশারফ হোসেন (কুটি), জাহিদ বিন তালিব (শুভ), রিমন কুমার ঘোষ ও খন্দকার হাসান। তবে আসন্ন এশিয়ান গেমস বাছাইপর্বের প্রাথমিক দলে হাসান ছাড়া ডাক পেয়েছেন বাকি সবাই। আজ শুরু হওয়া প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ফেডারেশন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা ৩টায় কোচ বরকতউল্লাহ ও আবদুল্লাহ পিরুর কাছে রিপোর্ট করতে হবে তাঁদের। আগামী ৭ মে ঢাকায় শুরু হচ্ছে বাছাইপর্ব।
প্রাথমিক দল: মেহরাব হোসেন (কিরণ), জাহিদ হোসেন, মনোয়ার হোসেন, ইশা মিয়া, আসাদুজ্জামান (চন্দন), মশিউর রহমান (বিপ্লব), মামুনুর রহমান (চয়ন), ইমরান হাসান (পিন্টু), তাপস বর্মণ, ইরফানুল হক, আল মশিউর, রাসেল মাহমুদ (জিমি), শেখ মোহাম্মদ (নান্নু), কামরুজ্জামান (রানা), মুসা মিয়া, আবদুস সাজ্জাদ (জন), পুষ্কর খীসা (মিমো), গোলাম মোস্তফা (মানিক), হাসান যুবায়ের (নিলয়), কৃষ্ণ কুমার, শামসুল আলম, রিয়াজ আহমেদ, মাকসুদুল আলম (হাবুল), মোশারফ হোসেন (কুটি) ও জাহিদ বিন তালিব (শুভ)।
প্রাথমিক দল: মেহরাব হোসেন (কিরণ), জাহিদ হোসেন, মনোয়ার হোসেন, ইশা মিয়া, আসাদুজ্জামান (চন্দন), মশিউর রহমান (বিপ্লব), মামুনুর রহমান (চয়ন), ইমরান হাসান (পিন্টু), তাপস বর্মণ, ইরফানুল হক, আল মশিউর, রাসেল মাহমুদ (জিমি), শেখ মোহাম্মদ (নান্নু), কামরুজ্জামান (রানা), মুসা মিয়া, আবদুস সাজ্জাদ (জন), পুষ্কর খীসা (মিমো), গোলাম মোস্তফা (মানিক), হাসান যুবায়ের (নিলয়), কৃষ্ণ কুমার, শামসুল আলম, রিয়াজ আহমেদ, মাকসুদুল আলম (হাবুল), মোশারফ হোসেন (কুটি) ও জাহিদ বিন তালিব (শুভ)।
No comments