তামিমের জন্য আশার আলো
হাতের উল্টো পিঠে হাড়ের চিড়টা আরও বড় হয়েছে বলে আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। তবে কাল পাওয়া এমআরআই আর স্ক্যান রিপোর্ট সুসংবাদই শোনাচ্ছে তামিম ইকবালকে। চোটটা তেমন গুরুতর নয়। ডাক্তার ও ফিজিও আশাবাদী, দুই-তিন দিনের মধ্যেই সেরে যাবে তা।
এনসিএল টি-টোয়েন্টির শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুর উল্টো দিকে চোট পেয়েছিলেন তামিম। পরশু আঘাতের স্থানে এমআরআই ও সিটি স্ক্যান করানো হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা আশঙ্কা করেছিলেন, পুরোনো হেয়ার ফ্র্যাকচারটাই বুঝি আরও গুরুতর রূপ নিয়েছে। সেটা হলে তিন থেকে চার সপ্তাহের জন্য বিশ্রামে চলে যেতে হতো তামিমকে। কিন্তু কাল রিপোর্ট পাওয়ার পর আনন্দিত শোনাল প্রধান নির্বাচক রফিকুল আলমের কণ্ঠস্বর, ‘রিপোর্ট বলছে, আগের চিড়টা বড় হয়নি। তবে বাঁ হাতের কবজির ওপরের দিকের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার ও ফিজিও আশাবাদী, দুই-তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এটা।’
তার পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে আগামীকাল আরও একবার পরীক্ষা করে দেখা হবে তামিমের বাঁ হাতের ইনজুরি।
এনসিএল টি-টোয়েন্টির শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের তালুর উল্টো দিকে চোট পেয়েছিলেন তামিম। পরশু আঘাতের স্থানে এমআরআই ও সিটি স্ক্যান করানো হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা আশঙ্কা করেছিলেন, পুরোনো হেয়ার ফ্র্যাকচারটাই বুঝি আরও গুরুতর রূপ নিয়েছে। সেটা হলে তিন থেকে চার সপ্তাহের জন্য বিশ্রামে চলে যেতে হতো তামিমকে। কিন্তু কাল রিপোর্ট পাওয়ার পর আনন্দিত শোনাল প্রধান নির্বাচক রফিকুল আলমের কণ্ঠস্বর, ‘রিপোর্ট বলছে, আগের চিড়টা বড় হয়নি। তবে বাঁ হাতের কবজির ওপরের দিকের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার ও ফিজিও আশাবাদী, দুই-তিন দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এটা।’
তার পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে আগামীকাল আরও একবার পরীক্ষা করে দেখা হবে তামিমের বাঁ হাতের ইনজুরি।
No comments