ইংল্যান্ডে ফিরছেন অঁরি?
ক্যারিয়ারের সবচেয়ে সুবর্ণ সময় তিনি কাটিয়েছেন ইংলিশ ফুটবলেই। খবর সত্যি হলে সেই ইংলিশ প্রিমিয়ার লিগে আবার দেখা যাবে থিয়েরি অঁরিকে। অবশ্য আর্সেনাল নয়, এবার ফরাসি স্ট্রাইকারকে কিনতে চায় ম্যানচেস্টার সিটি। আর্সেনাল থেকে বার্সেলোনায় চলে যাওয়া অঁরির জন্য ১ পাউন্ড দাম হাঁকিয়েছে আরব শেখের ক্লাবটি।
মার্ক হিউজকে ছাঁটাই করার পর ম্যানসিটির অনেক খেলোয়াড়ই নাকি অনিশ্চয়তায় ভুগছে। নতুন কোচ রবার্তো মানচিনির অধীনে সেরা একাদশে নিজেদের জায়গা থাকবে কি না, এ নিয়ে একটা সংশয় আছে তাঁদের। কারণ হিউজের ছাঁটাইয়ের তীব্র বিরোধিতা করেছিলেন ওই খেলোয়াড়েরা। মানচিনি অবশ্য দলে কোনো রকমের বিভেদের খবর উড়িয়ে দিয়েছেন। যদিও শোনা যাচ্ছে, শিগগিরই ক্লাব ছাড়তে চলেছেন বেশ কজন।
অঁরির প্রতি ম্যানসিটির নতুন করে আবার আগ্রহ তৈরি হওয়ার সঙ্গে এই খবরের যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বে হ্যান্ডবল-কাণ্ডের পর বিতর্কিত অঁরিকে বিক্রি করে দেওয়ার পক্ষেই বার্সা।
মার্ক হিউজকে ছাঁটাই করার পর ম্যানসিটির অনেক খেলোয়াড়ই নাকি অনিশ্চয়তায় ভুগছে। নতুন কোচ রবার্তো মানচিনির অধীনে সেরা একাদশে নিজেদের জায়গা থাকবে কি না, এ নিয়ে একটা সংশয় আছে তাঁদের। কারণ হিউজের ছাঁটাইয়ের তীব্র বিরোধিতা করেছিলেন ওই খেলোয়াড়েরা। মানচিনি অবশ্য দলে কোনো রকমের বিভেদের খবর উড়িয়ে দিয়েছেন। যদিও শোনা যাচ্ছে, শিগগিরই ক্লাব ছাড়তে চলেছেন বেশ কজন।
অঁরির প্রতি ম্যানসিটির নতুন করে আবার আগ্রহ তৈরি হওয়ার সঙ্গে এই খবরের যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বে হ্যান্ডবল-কাণ্ডের পর বিতর্কিত অঁরিকে বিক্রি করে দেওয়ার পক্ষেই বার্সা।
No comments