ইয়েমেনকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
প্ররথম দুই রাউন্ডে ভারত ও ইন্দোনেশিয়ার কাছে হার। কলকাতায় অনুষ্ঠানরত এবারের এশিয়ান দলগত দাবার শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তিন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেনকে ছাড়া বাংলাদেশ দলটা খুব শক্তিশালী নয়, এটা সবার জানা। তবে ফল একেবারে হতাশাজনক নয়। তৃতীয় রাউন্ডে বৃহত্তম জয়ই পেয়েছে নিয়াজ-জিয়ার বাংলাদেশ। দুই ফিদে মাস্টারের দল ইয়েমেনকে এই রাউন্ডে সহজেই ৪-০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদে মাস্টার ফোওয়াদ মোফলেহকে, জিয়াউর রহমান ফিদে মাস্টার আবদুল্লাহ সোবুলকে, ফিদে মাস্টার আবদুল মালেক ফিদে মাস্টার ফারাজ ইয়াহিয়াকে ও মাহতাবউদ্দীন আহমেদ হারিয়েছেন আল আকরাবী সালেহকে।
এ রাউন্ডে বাংলাদেশের মহিলা দল জয় না পেলেও খারাপ করেনি। ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে ২-২ পয়েন্টে। ইন্দোনেশিয়ার মহিলা গ্র্যান্ডমাস্টার আইরিন খারিশমা সুকান্দারকে হারিয়ে দিয়েছেন নাজরানা খান। সাদা নিয়ে কুইন ওপেনিং পদ্ধতিতে খেলে নাজরানা জয় তুলে নেন ৫৭ চালে। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মেডিনা ওয়ার্দা উলিয়া ও জাকিয়া সুলতানা ড্র করেছেন বাইক ভিনার সঙ্গে। মহিলা ফিদে মাস্টার দেওয়ি আ সিতরার কাছে হেরেছেন মাসুদা বেগম।
তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশের দুটি দলেরই ম্যাচ পয়েন্ট ২।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদে মাস্টার ফোওয়াদ মোফলেহকে, জিয়াউর রহমান ফিদে মাস্টার আবদুল্লাহ সোবুলকে, ফিদে মাস্টার আবদুল মালেক ফিদে মাস্টার ফারাজ ইয়াহিয়াকে ও মাহতাবউদ্দীন আহমেদ হারিয়েছেন আল আকরাবী সালেহকে।
এ রাউন্ডে বাংলাদেশের মহিলা দল জয় না পেলেও খারাপ করেনি। ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে ২-২ পয়েন্টে। ইন্দোনেশিয়ার মহিলা গ্র্যান্ডমাস্টার আইরিন খারিশমা সুকান্দারকে হারিয়ে দিয়েছেন নাজরানা খান। সাদা নিয়ে কুইন ওপেনিং পদ্ধতিতে খেলে নাজরানা জয় তুলে নেন ৫৭ চালে। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মেডিনা ওয়ার্দা উলিয়া ও জাকিয়া সুলতানা ড্র করেছেন বাইক ভিনার সঙ্গে। মহিলা ফিদে মাস্টার দেওয়ি আ সিতরার কাছে হেরেছেন মাসুদা বেগম।
তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশের দুটি দলেরই ম্যাচ পয়েন্ট ২।
No comments