আমরণ অনশনে ২৫০ ফিলিস্তিনি
ইসরাইলের
নেজেভ কারাগারে অন্তত ২৫০ ফিলিস্তিনি আমরণ অনশন শুরু করেছন। বিনা বিচারে
আটক রাখার প্রতিবাদে তারা এই অনশন করছেন। বিনা বিচারে আটক রাখার নীতি
পরিবর্তন না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে ফিলিস্তিনি কারাবন্দীরা ঘোষণা
করেছেন।
কারাগারটিতে অন্তত ১,৫০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন তবে এর মধ্যে ২৫০ জনকে প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে।
ইসরাইল ফিলিস্তিনিদের বিনা বিচারে অথবা ছয় মাসের চার্জে আটক রাখে তবে পরে সে চার্জের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়তেই থাকে। ফিলিস্তিনিরা বলছেন, দখলদার ইহুদিবাদী সরকার প্রশাসনিক আদেশে তাদেরকে আটকে রেখেছে এবং তাদের জীবন বরবাদ করে দেয়ার নীতি অনুসরণ করে আসছে।
আটক ফিলিস্তিনিরা বলছেন, “আমরা মুক্তি চাই না কিংবা আমাদের সাজার মেয়াদ কমানোর কথাও বলছি না তবে বিনা বিচারে এবং প্রশাসনিক আদেশে আটক রাখার নীতি সম্পূর্ণভাবে বন্ধ হতে হবে।”
সূত্র : রেডিও তেহরান
কারাগারটিতে অন্তত ১,৫০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন তবে এর মধ্যে ২৫০ জনকে প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে।
ইসরাইল ফিলিস্তিনিদের বিনা বিচারে অথবা ছয় মাসের চার্জে আটক রাখে তবে পরে সে চার্জের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়তেই থাকে। ফিলিস্তিনিরা বলছেন, দখলদার ইহুদিবাদী সরকার প্রশাসনিক আদেশে তাদেরকে আটকে রেখেছে এবং তাদের জীবন বরবাদ করে দেয়ার নীতি অনুসরণ করে আসছে।
আটক ফিলিস্তিনিরা বলছেন, “আমরা মুক্তি চাই না কিংবা আমাদের সাজার মেয়াদ কমানোর কথাও বলছি না তবে বিনা বিচারে এবং প্রশাসনিক আদেশে আটক রাখার নীতি সম্পূর্ণভাবে বন্ধ হতে হবে।”
সূত্র : রেডিও তেহরান
No comments