অকারণে নগ্ন এমা ওয়াটসন!
হলিউডের
সুন্দরী অভিনেত্রী এমা ওয়াটসন অভিনয় জীবনে প্রথমবারের মতো ক্যামেরার সামনে
টপলেস হয়েছেন। আর সেটা নাকি অকারণে! আলেহান্ড্রো আমেনাবার পরিচালিত
রিগ্রেশন সিনেমায় এমা ওয়াটসনকে নগ্ন দৃশ্যে দেখা যাবে। বিষয়টি নিয়ে বেশ
আলোচনাও শুরু হয়েছে হলিউডে। জানা গেছে, মুক্তির আগে সিনেমাটি সেন্সরের জন্য
পাঠানো হয়েছিল। আর সিনেমাটির প্রাক প্রদর্শনী দেখে বোদ্ধারা জানিয়েছেন,
‘সিনেমাটিতে অকারণে নগ্ন হয়েছেন এমা। যে দৃশ্যের জন্য তাকে নগ্ন করা হয়েছে
তার কোনো প্রয়োজনই ছিল না।’ সিনেমাটির গল্প এক বাবা ও তার মেয়েকে কেন্দ্র
করে। যেখানে মেয়েকে যৌন নিগ্রহের দায়ে গ্রেফতার হন বাবা। সিনেমাটিতে মেয়ের
চরিত্রে অভিনয় করেছেন এমা। এমা ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে
মেরিল স্ট্রিপ, ইথান হক, ডেভিড থিউলিস, ডেভিড ডেনসিক প্রমুখকে। রিগ্রেশন
মুক্তি পাবে নতুন বছরের ২৮ আগস্ট।
No comments