ফেসবুকে এমপিকে ‘বেঈমান’ বলায় যুবক গ্রেপ্তার
হবিগঞ্জ
জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর
মন্তব্য করায় মিনার উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে
গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের
মোস্তফাপুর গ্রামের মনফর মিয়ার পুত্র মিনার। গত ২৯শে নভেম্বর
‘অতন্দ্রপ্রহরী’ নামে একটি ফেসবুক আইডি থেকে হবিগঞ্জ সদর আসনের আওয়ামী লীগ
দলীয় এমপি এডভোকেট আবু জাহিরকে ‘বেঈমান’ উল্লেখ করে তাকে নবীগঞ্জে
অবাঞ্ছিত ঘোষণা করা হোক- এ আহ্বান জানান। এ ঘটনায় এমপি জাহিরের ব্যক্তিগত
সহকারী সুদীপ দাশ হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে মিনারকে
গ্রেপ্তার করে পুলিশ। সূত্র জানায়, চলতি বছরের মাঝামাঝি সময়ে স্থানীয়
ইনাতগঞ্জ বাজারে আওয়ামী লীগ আয়োজিত একটি সংবর্ধনা সভায় এমপি আবু জাহির
বিবিয়ানা গ্যাসের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সম্প্রতি বিবিয়ানায়
প্রধানমন্ত্রীর সফরকালে এ নিয়ে নীরব ভূমিকা পালন করেন এমপি আবু জাহির। এ
নিয়ে ক্ষুব্ধ মিনার ফেসবুকে এ ধরনের মন্তব্য করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য
আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
No comments