৩০০ ফুট গর্তে শিশু
খেলতে
গিয়ে একটি পরিত্যক্ত পাইপের ভেতরে পড়ে ৩০০ ফুট গভীর গর্তে চলে যায় চার
বছর বয়সী এক শিশু। গতকাল বিকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে মাঠসংলগ্ন
পানির পাম্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারের জন্য কাজ শুরু করে
ফায়ার সার্ভিস। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব
হয়নি। পাইপের ভেতর রশি দিয়ে প্রথমে শিশুটিকে টেনে তোলার চেষ্টা করেন ফায়ার
সার্ভিসের কর্মীরা। গর্তের মধ্যে রশি ছেড়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তা
সফল হয়নি। পরবর্তীকালে রশিতে কাঠ ও প্লাস্টিকের বস্তা ছেড়ে তাকে টেনে তোলার
চেষ্টা করা হয়। তাতেও ব্যর্থ হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পাইপের
ভেতরে অন্ধকারে আলো দেয়ার জন্য জিহাদের কাছে টর্চলাইট পাঠানো হয়। সন্ধ্যার
দিকে রশির সাহায্যে তার খাবারের জন্য জুস পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।
শিশু জিহাদ এসব জিনিস পেয়ে সাড়া দেয়। তার আগে জিহাদের কান্নার শব্দ শুনে
তারা নিশ্চিত হন যে সে বেঁচে আছে। পাইপটির ব্যাস এক ফুট। যে কারণে জিহাদকে
উদ্ধারে বড় কাউকে পাইপ দিয়ে নিচে নামানো সম্ভব হচ্ছে না বলে ফায়ার সার্ভিস
কর্মীরা জানান। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) রফিকুল ইসলাম বলেন,
তিনটি টিম নিয়ে শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করা হয়। বিভিন্নভাবে চেষ্টা
চালিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করছি আমরা। পাইপে আটকা পড়া জিহাদ রেলওয়ে
কলোনির বাসিন্দা মুহাম্মদ নাছিরের সন্তান। তিনি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড
কলেজের একজন কর্মচারী। অন্য শিশুদের সঙ্গে খেলার সময় দুর্ঘটনাবশত পরিত্যক্ত
পাইপের খোলামুখ দিয়ে প্রায় ৩০০ ফুট গভীরে চলে যায় জিহাদ। আশপাশের লোকজন তা
দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
No comments