রাজউকের উচ্ছেদ অভিযান-ফকিরাপুলের ২৫টি ভবনের পার্কিংয়ে অবৈধ স্থাপনা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ফকিরাপুলের ২৫ ভবনের গাড়ি রাখার স্থানে তৈরি করা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে। গতকাল সোমবার সকাল থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ফকিরাপুলে একটি ছয়তলা ভবনে গাড়ি রাখার স্থানে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করছিল ‘পপি গার্ডেন রেস্টুরেন্ট’ নামের একটি প্রতিষ্ঠান। রাজউকের দলটি সেখানে গেলে বাবু নামের এক ব্যক্তি
বাধা দেন। তিনি চিৎকার করে লোক জড়ো করেন। এ অবস্থায় পুলিশের সাহায্যে রাজউকের ম্যাজিস্ট্রেট তাঁকে আটক করেন। এ অবস্থা দেখে আশপাশের দোকানদারেরা পালিয়ে যান। পরে মুচলেকা দিয়ে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
এরপর অপরূপ ড্রাই ক্লিনারস, এসমাই স্টিল, আয়রন কিংসহ কয়েকটি দোকানেও অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুই প্লাটুন পুলিশ ও রাজউকের শ্রমিকেরা এতে অংশ নেন।
রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গতকালের অভিযানে ২৫টি ভবনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ফকিরাপুলের রূপালী ব্যাংক শাখাটিও রয়েছে গাড়ি পার্কিংয়ের স্থানে। তবে ব্যাংকের নিরাপত্তার স্বার্থে গতকাল সেখানে অভিযান চালানো হয়নি।
এ ছাড়া এলাকায় অনেকগুলো ভবন রয়েছে, যেগুলো ১৯৭৩-৭৪ সালের দিকে তৈরি। এসব ভবনে গাড়ি রাখার আলাদা জায়গা (বেজমেন্ট) রাখা হয়নি।
গতকালের অভিযান পরিচালনায় রাজউকের অথরাইজড কর্মকর্তা খালেকুজ্জামানও অংশ নেন।
রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় রাজউক নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালাবে।
এরপর অপরূপ ড্রাই ক্লিনারস, এসমাই স্টিল, আয়রন কিংসহ কয়েকটি দোকানেও অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুই প্লাটুন পুলিশ ও রাজউকের শ্রমিকেরা এতে অংশ নেন।
রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গতকালের অভিযানে ২৫টি ভবনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ফকিরাপুলের রূপালী ব্যাংক শাখাটিও রয়েছে গাড়ি পার্কিংয়ের স্থানে। তবে ব্যাংকের নিরাপত্তার স্বার্থে গতকাল সেখানে অভিযান চালানো হয়নি।
এ ছাড়া এলাকায় অনেকগুলো ভবন রয়েছে, যেগুলো ১৯৭৩-৭৪ সালের দিকে তৈরি। এসব ভবনে গাড়ি রাখার আলাদা জায়গা (বেজমেন্ট) রাখা হয়নি।
গতকালের অভিযান পরিচালনায় রাজউকের অথরাইজড কর্মকর্তা খালেকুজ্জামানও অংশ নেন।
রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় রাজউক নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালাবে।
No comments