জাপানের কাছেক্ষমা দাবি করেছেউ. কোরিয়া
কোরীয় উপদ্বীপে ঔপনিবেশিক শাসনের জন্য জাপানের কাছে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছে উত্তর কোরিয়া। ১৯১০থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ওই উপদ্বীপে জাপানের এই শাসন ছিল। এর ১০০ বছর পূর্তিউপলক্ষে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়থেকে এক বিবৃতিতে এই ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, কোরীয়জনগণের বিরুদ্ধে এই জঘন্যঅপরাধের জন্য জাপানকে অবিলম্বে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। জাপান তা করতে ব্যর্থ হলে তারা কখনো আন্তর্জাতিক মহলে সসম্মানেদাঁড়াতে পারবে না।
জাপানের প্রধানমন্ত্রীনাওতো কান দক্ষিণকোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছেন। ১০ আগস্ট তিনি কোরিয়ায় ঔপনিবেশিক শাসনের কারণে দুর্ভোগের জন্য দক্ষিণকোরিয়ার কাছে ক্ষমা চান
বিবৃতিতে বলা হয়, কোরীয়জনগণের বিরুদ্ধে এই জঘন্যঅপরাধের জন্য জাপানকে অবিলম্বে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। জাপান তা করতে ব্যর্থ হলে তারা কখনো আন্তর্জাতিক মহলে সসম্মানেদাঁড়াতে পারবে না।
জাপানের প্রধানমন্ত্রীনাওতো কান দক্ষিণকোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছেন। ১০ আগস্ট তিনি কোরিয়ায় ঔপনিবেশিক শাসনের কারণে দুর্ভোগের জন্য দক্ষিণকোরিয়ার কাছে ক্ষমা চান
No comments