ব্যাংক নোট থেকে জ্ঞানেন্দ্রর ছবি সরাচ্ছে নেপাল
নেপালের কেন্দ্রীয় ব্যাংক গত বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, দেশে চালু সব নোট থেকে সাবেক রাজা জ্ঞানেন্দ্রর ছবি সরিয়ে ফেলা হবে। এখন থেকে নোটগুলোয় সেই জায়গায় মাউন্ট এভারেস্টের ছবি থাকবে। আর এরই মাধ্যমে নেপালে রাজতন্ত্রের সর্বশেষ চিহ্নটিও মুছে ফেলা হবে।
কাঠমান্ডুতে কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র জানান, সাবেক রাজা জ্ঞানেন্দ্রর ছবির পরিবর্তে এখন নোটগুলোতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের ছবি থাকবে। দেশে সব নতুন নোট এখন এই ছবিযুক্ত করেই ছাপানো হবে। রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দুই বছর পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
তবে ব্যাংকের মুখপাত্র বলেছেন, রাজার ছবিসংবলিত নোটগুলো আপাতত চালু থাকবে। পর্যায়ক্রমে তা ২০১১ সালের মাঝামাঝি তুলে নেওয়া হবে।
কাঠমান্ডুতে কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র জানান, সাবেক রাজা জ্ঞানেন্দ্রর ছবির পরিবর্তে এখন নোটগুলোতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের ছবি থাকবে। দেশে সব নতুন নোট এখন এই ছবিযুক্ত করেই ছাপানো হবে। রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দুই বছর পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
তবে ব্যাংকের মুখপাত্র বলেছেন, রাজার ছবিসংবলিত নোটগুলো আপাতত চালু থাকবে। পর্যায়ক্রমে তা ২০১১ সালের মাঝামাঝি তুলে নেওয়া হবে।
No comments