করাচিতে রাজনৈতিক সহিংসতায় সাতজন নিহত
পাকিস্তানে আবারও রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দেশটির বন্দরনগর করাচিতে রাজনৈতিক সহিংসতায় সাতজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় একজন রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়।
গতকাল সকালের দিকে করাচি বিমানবন্দরের কাছে ওই নেতাকে গুলি করে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর পাল্টা প্রতিশোধ হিসেবে হামলা চালিয়ে প্রতিপক্ষের ছয়জনকে হত্যা করা হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র জামিল সমুরু বলেছেন, বন্দুকধারীরা গতকাল ছয়জনকে গুলি করে হত্যা করেছে। সম্ভবত এরা প্রতিশোধমূলক হামলার শিকার।
এ মাসের প্রথম দিকে করাচিতে একজন রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক জাতিগত সহিংসতায় ৮০ জন নিহত হওয়ার পর গতকাল ফের ওই ধরনের ঘটনা ঘটল।
গতকাল সকালের দিকে করাচি বিমানবন্দরের কাছে ওই নেতাকে গুলি করে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর পাল্টা প্রতিশোধ হিসেবে হামলা চালিয়ে প্রতিপক্ষের ছয়জনকে হত্যা করা হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র জামিল সমুরু বলেছেন, বন্দুকধারীরা গতকাল ছয়জনকে গুলি করে হত্যা করেছে। সম্ভবত এরা প্রতিশোধমূলক হামলার শিকার।
এ মাসের প্রথম দিকে করাচিতে একজন রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক জাতিগত সহিংসতায় ৮০ জন নিহত হওয়ার পর গতকাল ফের ওই ধরনের ঘটনা ঘটল।
No comments