আর্জেন্টিনা দলে ফিরছেন জানেত্তি
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি তাঁর। শক্ত হাতে আর্জেন্টিনার রক্ষণ আগলেছেন বহুদিন। তবে ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ দলে ব্রাত্য ছিলেন ইন্টার মিলানকে গত মৌসুমে ট্রেবল জেতানো অধিনায়ক হাভিয়ের জানেত্তি। আর্জেন্টিনা দলে ম্যারাডোনা-যুগ শেষ হয়েছে। এবার দলে ফিরতে পারেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক। তাঁর সেই ফেরা সম্ভবত হচ্ছে আগামী মাসে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই।
শুধু জানেত্তিই নন, ম্যারাডোনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন আরেক ইন্টার মিলান তারকা এস্তেবান ক্যাম্বিয়াসোও। আমার ম্যাচ পরিকল্পনার সঙ্গে ঠিক মানানসই নয়—জানেত্তি-ক্যাম্বিয়াসোদের বাদ দেওয়ার ব্যাখ্যা এভাবেই দিয়েছিলেন ম্যারাডোনা। তাঁর বিদায়ের পর আর্জেন্টিনার দায়িত্ব এখন ভারপ্রাপ্ত কোচ সার্জিও বাতিস্তার হাতে। ম্যারাডোনার পরিকল্পনা বাদ দিয়ে জানেত্তি-ক্যাম্বিয়াসোদের দলে ফেরাতে চান বাতিস্তা।
৩৭ বছর বয়সী জানেত্তি ইন্টার মিলানের সঙ্গে নতুন চুক্তি করেছেন। সেই চুক্তির মেয়াদ ২০১৩ পর্যন্ত। পরের বছরই ব্রাজিল বিশ্বকাপ। জানেত্তির বয়স হবে তখন ৪১। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলের যৌথ ধকল এই বয়সে কি সামলাতে পারবেন জানেত্তি?
পারবেন কি না, তা পরেই দেখা যাবে, তবে আর্জেন্টিনা দলে খেলতে নাকি উন্মুখ হয়ে আছেন তিনি। মূলত ২০১৪ বিশ্বকাপেই চোখ রেখেছেন জানেত্তি। এর আগে অবশ্য কোপা আমেরিকায় ভালো করতে চান
শুধু জানেত্তিই নন, ম্যারাডোনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন আরেক ইন্টার মিলান তারকা এস্তেবান ক্যাম্বিয়াসোও। আমার ম্যাচ পরিকল্পনার সঙ্গে ঠিক মানানসই নয়—জানেত্তি-ক্যাম্বিয়াসোদের বাদ দেওয়ার ব্যাখ্যা এভাবেই দিয়েছিলেন ম্যারাডোনা। তাঁর বিদায়ের পর আর্জেন্টিনার দায়িত্ব এখন ভারপ্রাপ্ত কোচ সার্জিও বাতিস্তার হাতে। ম্যারাডোনার পরিকল্পনা বাদ দিয়ে জানেত্তি-ক্যাম্বিয়াসোদের দলে ফেরাতে চান বাতিস্তা।
৩৭ বছর বয়সী জানেত্তি ইন্টার মিলানের সঙ্গে নতুন চুক্তি করেছেন। সেই চুক্তির মেয়াদ ২০১৩ পর্যন্ত। পরের বছরই ব্রাজিল বিশ্বকাপ। জানেত্তির বয়স হবে তখন ৪১। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলের যৌথ ধকল এই বয়সে কি সামলাতে পারবেন জানেত্তি?
পারবেন কি না, তা পরেই দেখা যাবে, তবে আর্জেন্টিনা দলে খেলতে নাকি উন্মুখ হয়ে আছেন তিনি। মূলত ২০১৪ বিশ্বকাপেই চোখ রেখেছেন জানেত্তি। এর আগে অবশ্য কোপা আমেরিকায় ভালো করতে চান
No comments