বিপির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) বিরুদ্ধে মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের ঘটনার তদন্তে প্রয়োজনীয় তথ্য লুকানোর অভিযোগ এনেছে তেল ‘রিগ’টির মালিক ট্রান্সওশেন। অভিযোগ অস্বীকার করেছে বিপি। তেল উত্তোলনের কাজে তেলক্ষেত্রটির নিয়ন্ত্রক বিপির কাছ থেকে রিগ বসানোর দায়িত্ব পায়। সাগরে তেল উত্তোলনের কাজে রিগ স্থাপন অপরিহার্য। গত এপ্রিলে ওই রিগে বিস্ফোরণ ঘটায় সাগরে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভার তিন সদস্যের কাছে পাঠানো একটি চিঠিতে ট্রান্সওশেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘বিস্ফোরণের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য তথ্য আমাদের কাছে হস্তান্তর করতে অনাগ্রহ দেখাচ্ছে বিপি। তথ্য হস্তান্তর বন্ধ রাখার মাধ্যমে বিপি চেষ্টা করছে, এই ঘটনায় তারা ছাড়া অন্য কোনো পক্ষ যাতে তদন্ত করতে না পারে।’
বিপির কাছে পরীক্ষাগারে পরীক্ষণের ফলাফল, সময়সূচিসহ ১৬ ধরনের তথ্য জানতে চায় ট্রান্সওশেন। ওই দুর্ঘটনার কারণে ট্রান্সওশেনের কাছে ক্ষতিপূরণ দাবি করে ২৪৯টি মামলা হয়েছে।
এদিকে ট্রান্সওশেনের অভিযোগ প্রত্যাখ্যান করে বিপি বলেছে, ‘তথ্য আটকে রাখা সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যপূর্ণ চিঠি ট্রান্সওশেনের পক্ষ থেকে পাঠানোয় আমরা মর্মাহত
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভার তিন সদস্যের কাছে পাঠানো একটি চিঠিতে ট্রান্সওশেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘বিস্ফোরণের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য তথ্য আমাদের কাছে হস্তান্তর করতে অনাগ্রহ দেখাচ্ছে বিপি। তথ্য হস্তান্তর বন্ধ রাখার মাধ্যমে বিপি চেষ্টা করছে, এই ঘটনায় তারা ছাড়া অন্য কোনো পক্ষ যাতে তদন্ত করতে না পারে।’
বিপির কাছে পরীক্ষাগারে পরীক্ষণের ফলাফল, সময়সূচিসহ ১৬ ধরনের তথ্য জানতে চায় ট্রান্সওশেন। ওই দুর্ঘটনার কারণে ট্রান্সওশেনের কাছে ক্ষতিপূরণ দাবি করে ২৪৯টি মামলা হয়েছে।
এদিকে ট্রান্সওশেনের অভিযোগ প্রত্যাখ্যান করে বিপি বলেছে, ‘তথ্য আটকে রাখা সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যপূর্ণ চিঠি ট্রান্সওশেনের পক্ষ থেকে পাঠানোয় আমরা মর্মাহত
No comments