অটবির সাব-ব্র্যান্ড ‘নোটপ্যাড’-এর উদ্বোধন
অটবির নতুন সাব-ব্র্যান্ড ‘নোটপ্যাড’ গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ঢাকার গুলশানে অটবি সেন্টারের চতুর্থ তলায় চালু করা এই নোটপ্যাড একুশ শতকের নবপ্রজন্মের উদ্যোক্তা এবং করপোরেট অফিসগুলোর জন্য এক অনুপ্রেরণা হবে বলে আশা করা হচ্ছে।
ইন্টেরিয়র ও অফিসের যাবতীয় উপকরণসহ বিভিন্ন রকম সমাধান নিয়ে এই নোটপ্যাডকে সাজানো হয়েছে। করপোরেট অফিসে কর্মরত যে কেউ নোটপ্যাড দেখে আকৃষ্ট হবেন। এখানে পাওয়া যাচ্ছে মডার্ন অফিস ফার্নিচার থেকে শুরু করে অফিসের আনুষঙ্গিক সব স্টেশনারিস ও এক্সেসরিস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটবির রিজিওনাল হেড (সিআরএম), রিটেইল সাউথ এশিয়া আবু নাসের, প্রধান স্থপতি সানজিদা সামসসহ অটবির অন্য কর্মকর্তারা।
অটবি শিগগিরই বিভিন্ন স্থানে নোটপ্যাডের আরও শাখা উদ্বোধন করবে।
নোটপ্যাড সম্পর্কে অটবির সিইও সাব্বির হাসান বলেন, ‘আমাদের জেগে থাকা সময়ের বেশির ভাগটা কাটে কাজের জায়গায়। কাজই তো জীবন। সে স্থানটি সুন্দর না হলে জীবন কি সুন্দর হয়? নোটপ্যাড নতুন প্রজন্মের অফিসের যাবতীয় প্রয়োজন মেটাবে বলে আমাদের বিশ্বাস।’
ইন্টেরিয়র ও অফিসের যাবতীয় উপকরণসহ বিভিন্ন রকম সমাধান নিয়ে এই নোটপ্যাডকে সাজানো হয়েছে। করপোরেট অফিসে কর্মরত যে কেউ নোটপ্যাড দেখে আকৃষ্ট হবেন। এখানে পাওয়া যাচ্ছে মডার্ন অফিস ফার্নিচার থেকে শুরু করে অফিসের আনুষঙ্গিক সব স্টেশনারিস ও এক্সেসরিস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটবির রিজিওনাল হেড (সিআরএম), রিটেইল সাউথ এশিয়া আবু নাসের, প্রধান স্থপতি সানজিদা সামসসহ অটবির অন্য কর্মকর্তারা।
অটবি শিগগিরই বিভিন্ন স্থানে নোটপ্যাডের আরও শাখা উদ্বোধন করবে।
নোটপ্যাড সম্পর্কে অটবির সিইও সাব্বির হাসান বলেন, ‘আমাদের জেগে থাকা সময়ের বেশির ভাগটা কাটে কাজের জায়গায়। কাজই তো জীবন। সে স্থানটি সুন্দর না হলে জীবন কি সুন্দর হয়? নোটপ্যাড নতুন প্রজন্মের অফিসের যাবতীয় প্রয়োজন মেটাবে বলে আমাদের বিশ্বাস।’
No comments